চাঁদপুরে বাংলাদেশ পোস্টম্যান ও নিম্ন বেতনভোগী কর্মচারী ইউনিয়নের সাংগঠনিক সভা অনুষ্ঠিত
কর্মীদের ঐক্য, অধিকার ও সংগঠন শক্তিশালী করার আহ্বান
নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশ পোস্টম্যান ও নিম্ন বেতনভোগী কর্মচারী ইউনিয়ন বি-২১০৪ (জাতীয়তাবাদী শ্রমিক দল অন্তর্ভুক্ত) এর উদ্যোগে চাঁদপুর জেলায় এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক সফর ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক জনাব মোঃ হান্নান শাহ এর নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত ছিলেন বৃহত্তর কুমিল্লা জেলার শাখার কার্যকরী সভাপতি প্রার্থী জনাব মোঃ শাহিন মিয়া, সহ-সভাপতি প্রার্থী জনাব আনিসুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক প্রার্থী জনাব মোঃ রাশেদ পাটোয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক প্রার্থী জনাব মোঃ জামির হোসেন, সাংগঠনিক সম্পাদক প্রার্থী জনাব মোঃ মহসিন, অর্থ বিষয়ক সম্পাদক প্রার্থী জনাব মোঃ শরীফ মোল্লা, এবং আইন বিষয়ক সম্পাদক প্রার্থী জনাব মোঃ কাউসার আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ ও সক্রিয় সদস্যবৃন্দ।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশ পোস্টম্যান ও নিম্ন বেতনভোগী কর্মচারী ইউনিয়ন দেশের তৃণমূল পর্যায়ে কর্মরত ডাক বিভাগের কর্মীদের ন্যায্য দাবি-দাওয়া বাস্তবায়নে নিরলসভাবে কাজ করছে। শ্রমিকদের সম্মান, ন্যায্য মজুরি, ও পদোন্নতি সংক্রান্ত দীর্ঘদিনের জটিলতা নিরসনে সংগঠনটি ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছে।
কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মোঃ হান্নান শাহ তাঁর বক্তব্যে বলেন, “আমাদের সংগঠনের মূল শক্তি হলো ঐক্য ও সততা। আমরা কারও বিরুদ্ধে নয়, বরং সকল কর্মচারীর অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করি। ডাক বিভাগের প্রতিটি কর্মকর্তা ও কর্মচারী যেন সম্মানের সাথে দায়িত্ব পালন করতে পারে, সেটিই আমাদের লক্ষ্য।”
তিনি আরও বলেন, “বাংলাদেশ পোস্টম্যান ও নিম্ন বেতনভোগী কর্মচারী ইউনিয়ন সর্বদা শ্রমিকবান্ধব নেতৃত্বকে সমর্থন করে। আমাদের লক্ষ্য সংগঠনকে আধুনিক, দক্ষ ও ঐক্যবদ্ধ করে তোলা।”
সভায় বক্তারা সংগঠনের প্রতিটি জেলা, উপজেলা ও ইউনিট পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করার পাশাপাশি সদস্যদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও সহমর্মিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
শেষে, সংগঠনের পক্ষ থেকে শ্রমিক ঐক্য অটুট রাখার প্রতিশ্রুতি দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।