২৭শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ| ১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ| ২০শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি| রাত ৮:০৫| শরৎকাল|
শিরোনাম:
চাঁদপুরে বাংলাদেশ পোস্টম্যান ও নিম্ন বেতনভোগী কর্মচারী ইউনিয়নের সাংগঠনিক সভা অনুষ্ঠিত উত্তাল বাঞ্ছারামপুর;জোনায়েদ সাকিকে বয়কটরের ঘোষণা চট্টগ্রাম-৯ এর জনগণ শামসুল আলম কে নিয়ে ঐক্যবদ্ধ রাঙ্গুনিয়ায় বিএনপি’র প্রার্থীর ছড়াছড়ি; মনোনয়নের চূড়ান্ত তালিকায় তরুণদের নাম গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে- শামসুল আলম চট্টগ্রাম-২ আসনে বিএনপির মনোনয়ন পেতে তৎপর ৫ প্রার্থী; আলোচনায় ৩ কুমিল্লা বিভাগ চাই” এ দাবীতে সোচ্চার কুমিল্লা বাসী চট্টগ্রামে-১ এ ধানের শীষের কান্ডারী হতে চান ৫ প্রার্থী;আলোচনায় মহিউদ্দিন চৌধুরী চট্টগ্রাম-৯ :ক্লিন ইমেজের প্রার্থী হিসেবে ভোটারদের পছন্দের শীর্ষে শামসুল আলম চট্টগ্রাম সাত আসনে বিএনপির পাঁচ প্রার্থী মাঠে

চাঁদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ কিশোরের মৃত্যু ও তরুণীর লাশ উদ্ধার

Reporter Name
  • Update Time : শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪,
  • 271 Time View

চাঁদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ কিশোরের মৃত্যু ও তরুণীর লাশ উদ্ধার

এমতেয়াজ পাটওয়ারী ফরহাদ||

চাঁদপুরের ফরিদগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। অপর এক ঘটনায় উপজেলার পূর্ব লাড়ুয়া গ্রাম থেকে জোহা আক্তার (১৬) নামে স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সড়ক দুর্ঘটনায় নিহতরা হলেন – শাহাদাৎ হোসেন (১৬), ইকবাল হোসেন (১৭) ও তানজীম আবদুল্লাহ (১৮)। ইকবাল হোসেন মূলপাড়া গ্রামের হাজী বাড়ির মো. খাজে আহমেদের ছেলে এবং শাহাদাৎ হোসেন একই গ্রামের ওবায়দুল্লার ছেলে। ও তানজিম আব্দুল্লাহ ফরিদগঞ্জের দক্ষিণ ইউনিয়নের দূর্গাপুর গ্রামের শাহাদাত হোসেনের ছেলে এবং ফরিদগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. সাখাওয়াত হোসেনের ভাতিজা।

শনিবার (২১ ডিসেম্বর) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহআলম।

স্থানীয় বাসিন্দা ও থানা পুলিশ জানিয়েছে, শনিবার দুপুরে ফরিদগঞ্জের কামতা বাজার এলাকা থেকে শাহাদাৎ হোসেন ও ইকবাল নামে দুই বন্ধু মোটরসাইকেলযোগে সুবিদপুর এলাকায় যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়।

এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলসহ আরোহীরা সড়কের পাশে পড়ে যায়। অটোরিকশা চালক ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এদিকে নিজ বাড়ি থেকে শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে মোটরসাইকেলযোগে লক্ষ্মীপুরের উদ্দেশ্যে রওনা দিলে রায়পুর উপজেলার বাসাবো এলাকায় অটোরিকশার সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হন তানজীম আব্দুল্লাহ। ওই সময় তানজীম মোটরসাইকেলসহ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. কমলা শীষ রায় মৃত ঘোষণা করেন।

অপরদিকে উপজেলার পূর্ব লাড়ুয়া গ্রামে নানার বাড়ি থেকে শুক্রবার (২০ ডিসেম্বর) দিনগত রাতে জোহা আক্তার নামে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। সে স্থানীয় রামপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। জোহা আক্তার একই উপজেলার সন্তোষপুর গ্রামের ওমান প্রবাসী জহিরুল ইসলামের মেয়ে। পুলিশ তার নানার বাড়ির বসত বিল্ডিংয়ের সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে। মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহআলম বলেন, সব মৃত্যুর ঘটনাই দুঃখজনক। সন্তানদেরকে মোটরসাইকেল ও মোবাইলফোন দেওয়ার ক্ষেত্রে অভিভাবকরা আরো দায়িত্বশীলার ভূমিকা রাখতে হবে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এসব ঘটনায় তদন্ত চলছে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category