চট্টগ্রাম-৯ :ক্লিন ইমেজের প্রার্থী হিসেবে ভোটারদের পছন্দের শীর্ষে শামসুল আলম
ফজলুল হক জয় ||
চট্টগ্রাম-৯ আসনে ক্লিন ইমেজের প্রার্থী হিসেবে ভোটারদের পছন্দের শীর্ষে
বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য শিল্পপতি শামসুল আলম। এই সংসদীয় আসনের নবীন,প্রবীণ সকল স্তরের ভোটারগণ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনপ্রতিনিধি হিসেবে পেতে চান তাকে।সম্প্রতি মাঠ জরীপে উঠে এসেছে এমন তথ্য।
জানা যায়,বিএনপি নেতা শামসুল আলমের প্রশংসার ঝুলী দুই দিক থেকেই ভারী। তিনি একদিক থেকে যেমন দুঃসময়ে দলের নেতাকর্মীদের খোঁজ-খবর নিয়েছেন,মামলা-হামলায় পাশে দাঁড়িয়েছেন অন্য দিক থেকে এলাকায় দান-সাদাকাহ দেয়া সহ অকাতরে বিলিয়ে দিয়েছেন নিজেকে যার কারনে একজন দানবীর হিসেবে খ্যাতী লাভ করেছেন তিনি।
স্থানীয় অনেক ভোটার এবং বিএনপির তৃণমূলের অধিকাংশ নেতা নেতাকর্মী জানান, শামসুল আলম বিএনপি’র ব্যানারে নিজের অর্জিত অর্থ হতদরিদ্র এবং সাধারণ মানুষের মাঝে সব সময় ব্যয় করে যাচ্ছেন এবং এখনো করছেন যার কারণে তিনি ভোটারদের পছন্দের শীর্ষে অবস্থান করছেন।
জানা যায়, এ সকল কর্মসূচীর জন্য অসংখ্যবার তাকে পতিত আওয়ামী লীগ সরকারের রোশানলে পড়তে হয়েছে, মামলা, হামলার শিকার হতে হয়েছে এমনকি তার ব্যবসা পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে।
অনুসন্ধানে জানা যায়, এখানকার অন্য সম্ভাব্য প্রার্থীগণ যখন কমিটি বাণিজ্য এবং চাঁদাবাজিতে লিপ্ত ঠিক তখনই দলকে সুসংঘটিত করার জন্য কাজ করে যাচ্ছেন শামসুল আলম।
নাম প্রকাশ না করার শর্তে তৃণমূলের একাধিক বিএনপির নেতাকর্মীরা মনে করেন চট্টগ্রাম-৯ (কোতোয়ালি ও বাকলিয়া) আসন থেকে শামসুল আলমকে মনোনয়ন দেওয়া হলে ব্যাপক ভোটের ব্যবধানে তিনি জয়ী হতে পারবেন। তারা শঙ্কা প্রকাশ করেও বলেন,কোন কারনে এর ব্যতয় ঘটলে এই আসনে ধানের শীষের ভরাডুবি হবার ব্যাপক সম্ভাবনা রয়েছে।
নির্বাচনের প্রস্তুতি নিয়ে জানতে চাইলে এক সাক্ষাৎকারে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য শামসুল আলম বলেন, কাক ডাকা ভোর থেকে মধ্যরাত পর্যন্ত দলকে সু সংগঠিত করার জন্য কাজ করে যাচ্ছি,জনগণের মাঝে ৩১ দফার বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ সাড়া পাচ্ছি।দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে এই নেতা বলেন,ধানের শীষের মনোনয়ন পেলে ইনশাআল্লাহ বিজয় সুনিশ্চিত।
চট্টগ্রাম নগরের কোতোয়ালি ও বাকলিয়া নিয়ে চট্টগ্রাম-৯ আসন গঠিত। এখানকার স্থানীয়রা অনেক বিচক্ষণ এবং সুসংঘটিত। তাদের চাওয়া একটিই-একজন সৎ,যোগ্য ও নির্লোভ মানুষকে সংসদে পাঠানো। এই বিচারে হয়তো অনেকখানি এগিয়ে রয়েছেন দানবীর খ্যাত শামসুল আলম-মাঠ জরিপে উঠে এসেছে এমন তথ্য।