চট্টগ্রাম সাত আসনে বিএনপির পাঁচ প্রার্থী মাঠে
ফজলুল হক জয় ||
চট্টগ্রাম-৭ আসনটি চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলা নিয়ে গঠিত।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা কে কেন্দ্র করে আসনটি জুড়ে সরগল চলছে কে হতে যাচ্ছেন এই আসন থেকে ধানের শীষের কান্ডারী।
এ আসনে বিএনপির মনোনয়নের জন্য কাজ করছেন
উপজেলা বিএনপি’র সদস্য সচিব ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু আহমেদ হাসনাত। সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে অভিজ্ঞতা বিবেচনায় এখানে মনোনয়ন পেতে পারেন তিনি।এখানে বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী মনোনয়নের জন্য কাজ করে যাচ্ছেন। তার বাবা বিচারিক হত্যাকাণ্ডের শিকার সেই হিসেবে হুম্মাম কাদের চৌধুরী হাই কমান্ডের সফট কর্নার পেতে পারেন।
চট্টগ্রাম-৭ আসনে উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক কুতুব উদ্দিন বাহার মনোনয়ন পাওয়ার চেষ্টা করছেন। তবে মাঠ জরিপে দেখা গেছে উপজেলা বিএনপির দায়িত্বে থাকলেও তিনি তরুণ প্রার্থীদের ভিড়ে অনেকটা কোণঠাসা হয়ে যেতে পারেন।
মনোনয়ন প্রত্যাশীদের তালিকায় উত্তর জেলার যুগ্ন আহবায়ক অধ্যাপক ইউনুস চৌধুরী’র নামও পাওয়া গেছে তবে মাঠে তার তেমন সরব উপস্থিতি পাওয়া যায়নি।
এই আসন থেকে মনোনয়নের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন রাঙ্গুনিয়া বিএনপির যুগ্ন আহ্বায়ক ও জিয়া পরিষদের সাধারণ সম্পাদক রোটারিয়ান জসীমউদ্দীন।একজন ভদ্র,মার্জিত এবং ক্লিন ইমেজের প্রার্থী হিসেবে তিনি অনেকটা শীর্ষে অবস্থান করছেন বলে স্থানীয় জরিপে জানা গেছে।