আসসালামু আলাইকুম দীর্ঘদিন ধরে আমরা কুমিল্লা বাসী যানযট নিয়ে বিপাকে আছি, আর প্রতিদিন ঘটছে দুর্ঘটনা তার সুবাদে কুমিল্লা কে যানযট মুক্ত করতে অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে কিন্তু কোন কাজে আসছে না। আমার ছোট একটা পরামর্শ যদি এর দ্বারা কিছুটা সমাধান পাওয়া যায়। প্রথমত কুমিল্লার স্থানীয় অটো মিশুক চালকদের লিস্ট তৈরি করা তাদের সংখ্যা কত হাজার। তারপর অস্থায়ী অটো মিশুক চালকদের লিস্ট তৈরি করা তাদের সংখ্যা কেমন? কুমিল্লা শহর যানযট মুক্ত রাখতে প্রয়োজন মতো অটো মিশুক রেখে কুমিল্লার স্থানীয় চালকদের প্রশিক্ষণ দিয়ে লাইসেন্স দেওয়া হউক। আর যারা কুমিল্লার বাহির থেকে এসে কুমিল্লায় অটো মিশুক চালিয়ে তাদের জীবিকা নির্বাহ করছেন তাদেরকে ইপিজেড সহ কুমিল্লা শহরের বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরির মধ্যে চাকরির করা ব্যাবস্থা করে দেওয়া এবং কুমিল্লা শহরের বিভিন্ন বিল্ডিংয়ের কাজে শ্রমিক হিসেবে নিয়োগ দেওয়া কুমিল্লার স্থানীয় অটো মিশুক চালকদের যাচাই-বাছাই করে লাইসেন্স দেওয়া। আর যাহারা কুমিল্লার বাহিরের তাদের কাগজপত্র যাচাই-বাছাই করে তাদেরকে নির্দেশ দেওয়া অটো মিশুক চালানো ছাড়া কুমিল্লা অন্য কাজের ব্যবস্থা করা এবং যারা কুমিল্লায় অটো মিশুক চালকদের রংপুর দিনাজপুর বিভিন্ন গ্রাম থেকে নিয়ে এসেছে তাদেরকে শর্ত দেওয়া কুমিল্লাকে যানযট মুক্ত রাখতে কুমিল্লার বাহিরের কাউকে অটো মিশুক ভাড়া দিলে আইনের আওতায় আনা হবে এবং কুমিল্লা শহরের রাস্তার পাশে অবৈধ ফুটপাত দখলমুক্ত করতে হবে। এবং অবৈধ অটো মিশুক গ্যারেজ বন্ধ করতে হবে। নতুন অটো মিশুক বানানোর কারখানা ও বিক্রি করার দোকান বন্ধ করতে হবে এবং অটো গ্যারেজ মালিকদের কে একটি গ্যারেজের বেশি গ্যারেজ করার অনুমতি দেওয়া যাবে না এবং পরিমাণ নির্ধারণ করে দেওয়া, তাদের গ্যারেজেরও লাইসেন্স করতে হবে। টমসম ব্রিজ থেকে কুমিল্লা ইপিজেড, মেডিক্যাল কলেজ হাসপাতাল পর্যন্ত যে পরিমাণ অটো মিশুক চলাচল করে যানজট সৃষ্টি করে সেই পরিমাণ ট্রাফিক পুলিশ নেই প্রতিদিন ঘটছে নানান দুর্ঘটনা তাই আমি কুমিল্লা পুলিশ সুপার জেলা প্রশাসক কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক জেলা পরিষদের চেয়ারম্যান ও কুমিল্লা রাজনীতিবিদদের কাছে অনুরোধ করবো আমাদের কুমিল্লাকে যানজট মুক্ত রাখতে আপনাদের সবার সহযোগিতা প্রয়োজন বিদ্র আমার লেখায় কোন ভুল থাকলে ক্ষমাসুন্দর চোখে দেখবেন।