“কুমিল্লা বিভাগ চাই” এ দাবীতে সোচ্চার কুমিল্লা বাসী
ফজলুল হক জয় ||
ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক আজ এক ভিন্ন দৃশ্যের সাক্ষী হলো। সকাল থেকে অসংখ্য মানুষ হাত ধরে দাঁড়ালেন একই দাবিতে “কুমিল্লা বিভাগ চাই, কুমিল্লা এয়ারপোর্ট চাই।”
বাংলাদেশ জাতীয়তাবাদী সংগ্রাম দলের উদ্যোগে অনুষ্ঠিত এই মানববন্ধনে অংশ নেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ ময়নাল হোসেন মনির, সাবেক যুগ্ম সদস্য সচিব জাকির হোসেন রাজু, কুমিল্লা উত্তর জেলা সদস্য হালিম গাজীসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। সঙ্গে ছিলেন এলাকাবাসী, পথচারী ও অসংখ্য সাধারণ মানুষ।
নেতারা জোরালো কণ্ঠে দাবি তোলেন কুমিল্লাকে দ্রুত বিভাগ ঘোষণা করতে হবে, দীর্ঘ প্রতীক্ষার এয়ারপোর্ট চালু করতে হবে এবং জাতীয় উন্নয়নের স্বার্থে ঢাকা–চট্টগ্রাম মহাসড়ককে দশ লেনে রূপান্তর করতে হবে। একইসঙ্গে তাঁরা মাদক ও অপরাধ নির্মূলে সরকারের দৃঢ় পদক্ষেপ কামনা করেন।
মানববন্ধনে বক্তারা আরও দৃপ্ত কণ্ঠে বলেন, “যত ষড়যন্ত্রই হোক না কেন, কুমিল্লা বিভাগ হবেই, ইনশাআল্লাহ।”
আয়োজকরা দেশ-বিদেশের সকল কুমিল্লাবাসীকে এই আন্দোলনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তাঁরা কৃতজ্ঞতা প্রকাশ করেন তাঁদের প্রতি, যারা সাহসিকতার সঙ্গে কুমিল্লাকে বিভাগ ঘোষণার আন্দোলনে পাশে থেকেছেন।
এই মানববন্ধন শুধু একটি দাবি নয়, বরং কুমিল্লাবাসীর বহুদিনের আকাঙ্ক্ষা ও আত্মমর্যাদার প্রতীক হিসেবে দিনটিকে বিশেষ তাৎপর্যপূর্ণ করে তুলল।