উত্তাল বাঞ্ছারামপুর;জোনায়েদ সাকিকে বয়কটরের ঘোষণা
ফজলুল হক জয় ||
সমকামিতা ও নাস্তিক্যবাদের অভিযোগ এনে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে গণসংহতি আন্দোলনের নেতা জোনায়েদ সাকিকে বয়কটের ঘোষণা দিয়েছে সাধারণ মানুষ ও আলেম সমাজ।
বৃহস্পতিবার (৯ অক্টোবর )এ নিয়ে দিনভর উত্তাল ছিল পুরো বাঞ্ছারামপুর। এ সময় বাঞ্ছারামপুরের সবকটি ইউনিয়ন থেকে বিভিন্ন শ্রেণী- পেশার মানুষ বিক্ষোভ মিছিল বের করেন।বিক্ষোভ মিছিলে আন্দোলনকারীরা অভিযোগ করে বলেন,কোন সমকামী এবং নাস্তিক্যবাদে বিশ্বাসী এবং বহিরাগত কোন ব্যক্তিকে বাঞ্ছারামপুরে স্থান দেওয়া হবে না,বাঞ্ছারামপুরের জনগণ সেটা মেনে নেবে না। জোনায়েদ সাকীকে উদ্দেশ্য করে আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন,যারা সমকামিতে বিশ্বাসী যারা সৃষ্টিকর্তায় বিশ্বাস করে না তাদেরকে জনপ্রতিনিধি হিসেবে কখনোই জনগণ মেনে নেবে না।
প্রসঙ্গত,জেনায়েদ সাকি ২০১৮ সালে ঢাকার একটি আসন থেকে নির্বাচন করে পরাজিত হয়েছিলেন। এর পূর্বে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে নির্বাচন করেও পরাজিত হন। জানা গেছে,জন্ম সূত্রে জুনায়েদ সাকি নোয়াখালীর বাসিন্দা। পরবর্তীতে ঢাকায় বসবাস করার সুবাদে বিভিন্ন সময়ে ঢাকা কেন্দ্রিক জনপ্রতিনিধি হয়ে ওঠার চেষ্টা করেছিলেন।সেখানে ব্যর্থ হয়ে তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিলে ক্ষোভে ফেটে পড়েন এই এলাকার জনগণ। বিভিন্ন সময়ে বিভিন্ন বক্তব্য এবং লেখালেখির মাধ্যমে সমকামিতা এবং নাস্তিকবাদে বিশ্বাসী বলে সাকির বিরুদ্ধে অভিযোগ রয়েছে।