ফজলুল হক জয় ||
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র সদস্য সচিব ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম বলেন,খেলাধুলা এবং শরীরচর্চা মানুষের মন এবং শরীরকে সুস্থ রাখে।অযাথা সময় নষ্ট না করে তরুণদের খেলার প্রতি মনোনিবেশ করা উচিত। সমাজে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা পেতে হলে খেলাধুলার সাথে সম্পৃক্ত থাকতে হবে।
শনিবার (১২ এপ্রিল) কুমিল্লার ভাষা সৈনিক শহীদ ধিরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আরাফাত রহমান কোকো স্মৃতি একাডেমি কাপ টি-টোয়েন্টি টুর্নামেন্ট ২০২৫ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে যুব সমাজের প্রতি ভিপি ওয়াসিম আরো বলেন,লেখাপড়ার পর অবসর সময়ে খেলাধুলা করলে স্বাস্থ্য এবং মন উভয়ই ভালো থাকে।
উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জেলা ক্রিকেট কোচ হাবিব মোবাল্লেগ জেমসের সঞ্চালনায় এবং সাবেক ক্রিকেটার শাহাদাত হোসেন সানির সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আরাফাত রহমান কোকো সংঘ কুমিল্লা দক্ষিণ জেলার সভাপতি মোঃ আল মামুন,মহানগর আরাফাত রহমান কোকো সংঘ কুমিল্লা দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক আশিকুর রহমান রানা,ইলিয়াস হোসেন ইমন, ‘এ আর এস’ এর ওনার আতিকুর রহমান।
উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন কুমিল্লা ক্রিকেট কোচিং সেন্টার বনাম কুমিল্লা ক্রিকেট একাডেমী।
এ সময় আগত অতিথিবৃন্দ খেলার উদ্বোধন ঘোষণা করেন এবং খেলোয়াড় ও উপস্থিত সকলের সাথে কুশল বিনিময় করেন।