ফজলুল হক জয়||
কুমিল্লার চান্দিনা উপজেলার হযরত হুব্বে আলী শাহ (র:) মাজার শরিফ (ওয়াকফ এস্টেট, ই.সি নং-১৫৭০৯)এর নতুন অফিসিয়াল মোতোওয়াল্লী হিসেবে নিয়োগ পেলেন শাহ্ মো:মাসুদ কবির টিটু।
জানা যায়,চান্দিনা উপজেলার হাড়ি খোলায় অবস্থিত এই মাজার শরীফের প্রয়াত মোতোওয়াল্লী খাদেম আবুল হাশেম শাহ ফকিরের তৃতীয় ছেলে বর্তমান নিয়োগপ্রাপ্ত এই মোতোয়াল্লী।
প্রয়াত পিতা মোতাওয়াল্লীর স্থলে বর্তমানে বাংলাদেশ ওয়াকফ প্রশাসক কর্তৃক অত্র ওয়াকফ এষ্টেটের সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে গত ০৯/০২/২০২৫ ইং তারিখে শাহ্ মোঃ মাসুদ কবির (টিটু)কে অফিসিয়াল মোতাওয়াল্লী নিয়োগ প্রদান করেন।
হযরত হোব্বে আলী শাহ্(রঃ) ৩৬০ আউলিয়ার একজন, তিনি ইরাকের বাগদাদ শহর থেকে বাংলাদেশে আগমন করেন ইসলাম প্রচার করার জন্যে।দেশ বিদেশে উনার বহু ভক্তবৃন্দ রয়েছে। প্রতিনিয়ত বহু ভক্তবৃন্দের আগমন ঘটে মাজার শরীফে জিয়ারতের উদ্দেশ্যে। প্রত্যেক বছর ১৮,১৯ও ২০শে ফাল্গুন ৩ দিন ব্যাপী বাৎসরিক ওরশ মোবারক পালন করা হয়। খাদেম শাহ্ মোঃমাসুদ কবির (টিটু) পিতার মৃত্যুর পর এই ওয়াকফ এষ্টেটের হাল ধরেন। তার অপর দুই ভাই যথাক্রমে ১। সালাহউদ্দীন ২। মহসিন এবং চাচা আবু শাহীন ফকির ও আল আমিন রিয়াদ এবং সকল আত্মীয়স্বজন এবং সকল ভক্তবৃন্দের সহযোগীতা নিয়ে এই মাজার ওয়াকফ এষ্টেটের সকল উন্নয়নমুলক কাজ ও বাৎসরিক ওরশ এবং সকল ভক্তবৃন্দের খেদমত করে যাচ্ছেন। মাসুদ কবির (টিটু) মাজার শরীফের গধীনশীন খাদেমের দায়িত্ব পালন করছেন।তিনি বৃহত্তর কুমিল্লা জেলার চান্দিনা উপজেলা শাখার মোতাওয়াল্লী সমিতির সভাপতি পদে দায়িত্ব পালন করছেন। তিনি অফিসিয়াল মোতাওয়াল্লী নিয়োগ প্রাপ্ত হয়ে ধন্যবাদ জানান মাজার শরীফের সকল ভক্তগনের প্রতি। তিনি আরো ধন্যবাদ জানান বাংলাদেশ ওয়াকফ প্রশাসক ও সহকারী ওয়াকফ প্রাশাসক জনাব গোলাম সারোয়ারের প্রতি। তিনি আরো ধন্যবাদ জানান বাংলাদেশ মোতাওয়াল্লী সমিতির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ কাজী বেলাল আহমেদ খান এবং ওয়াকফ হিসাব নিরীক্ষক কুমিল্লা জনাব আব্দুল কাদের এর প্রতি। শাহ্ মোঃ মাসুদ কবির(টিটু) সকলের কাছে দোয়া চেয়েছেন যাতে তাহার এই মূল্যবান দায়িত্ব যেন সঠিক ভাবে পালন করতে পারে।