ফজলুল হক জয়।।
পবিত্র হজ্ব থেকে ফেরার পর সাবেক রেলপথ মন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুল হক মুজিব এমপি’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের সদস্য, কুমিল্লা জেলা পরিষদের সদস্য, চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা এবং ভার্ড (VARD) এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক এমরানুল হক কামাল (ভার্ড কামাল)।
সোমবার (১০ জুলাই) বিকেলে মুজিবুল হক এমপি’র ঢাকার ধানমন্ডিস্থ বাসভবনে এ সৌজন্য সাক্ষাৎ করেন।
এসময় ঘোলপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে খোকন, বাতিসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম ফরহাদ ও গুণবতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মোস্তফা কামালসহ আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এ সময় জানতে চাইলে এমরানুল হক কামাল (ভার্ড কামাল) বলেন,পবিত্র হজব্রত পালনের উদ্দেশ্যে আমাদের প্রিয় নেতা দীর্ঘদিন মক্কা-মদিনায় অবস্থান করেন।দেশে ফেরার পর আমরা সবাই প্রিয় নেতার শারীরিক খোঁজখবর নিতে এসেছি। দেশবাসীর কাছে প্রিয় নেতা এবং আমাদের সবার জন্য দোয়া প্রার্থনা করছি।