সার্কভুক্ত দেশ সমূহের সাংবাদিকদের আন্তর্জাতিক সংগঠন সার্ক জার্নালিষ্ট ফোরাম- “বাংলাদেশ চাপ্টার” এর কমিটি ঘোষণা করা হয়েছে।
আজ ২৩ জুলাই রাজধানীর শাহজাদপুরস্থ্য হলরুমে উক্ত কমিটি ঘোষণা দেন সার্ক জার্নালিস্ট ফোরাম এর কেন্দ্রীয় মহাসচিব আব্দুর রহমান।
আবুল কালাম আজাদকে সভাপতি ও নাজমা সুলতানাকে সাধারন সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়।
উক্ত কমিতে নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন- ১. সাইদুল ইসলাম, ২. কামাল হোসেন, ৩. এম এ আকরাম, ৪. মো. মোস্তফা খাঁন, ৫. রারুল রাজ, ৬. আরেফিন সোহাগ, ৭.মোক্তাদুল পালোয়ান, ৮. লায়ন মাইনুল ইসলাম, ৯. সোহেল তালুকদার, ১০. রাকিবুল হাসান, ১১. রাশেদ খন্দকার ১২. মোহাম্মদ আলী সুমন, ১৩. সৌমিত্র দেব, ১৪. অশোক ধর, ১৫. এ কে এম নোমান, ১৬. মুসা আহমেদ।
নবগঠিত কমিটির পরিচিতি সভা আগামী ২৭ জুলাই রাজধানী েতোপখানা রোড, সেগুনবাগিচা, শিশু কল্যাণ পরিষদ কনফারেন্স রুমে অনুষ্ঠিত হবে।