নিজস্ব প্রতিবেদন।।
কুমিল্লার মনোহরগঞ্জ থানাধীন শাহ ডিগ্রী কলেজে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।
কলেজ অধ্যক্ষ মোঃ ইসহাক মিয়ার মিয়ার সভাপতিত্বে ১৫ আগস্টের প্রথম প্রহরে বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে অত্র কলেজে জাতীয় শোক দিবসের কর্মসূচি শুরু হয়।উক্ত কর্মসূচিতে কলেজের সকল শিক্ষক -কর্মচারী সহ ছাত্র-ছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন।
আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ছাড়াও অন্যান্য ইভেন্ট উক্ত কর্মসূচিকে প্রাণবন্ত করে তোলে।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মোঃ ইসহাক মিয়া শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “জাতীয় শোক দিবস উপলক্ষে শুধু প্রতিবছর অনুষ্ঠান করলেই চলবে না, জাতির জনকের স্বপ্ন বাস্তবায়নের জন্য সবাইকে কাজ করতে হবে।শিক্ষার্থীরা সঠিক জ্ঞান অর্জন করে জাতির জনক বঙ্গবন্ধুর বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে হবে “
প্রভাষক আনিসুর রহমানের সঞ্চালনায় এবং প্রভাষক ফজলুল হকের সহযোগিতায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মোঃ মকবুল আহমেদ, অধ্যাপক মোঃ আব্দুল হালিম প্রমুখ।
আলোচনা সভা এবং পুরস্কার বিতরণী শেষে মিলাদ মাহফিল এবং তাবারক বিতরণের মধ্য দিয়ে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।