ফজলুল হক জয়।।
(World Hepatitis Day 2022)
বিশ্ব হেপাটাইটিস দিবস ২০২২ উপলক্ষে কুমিল্লা লিভার ক্লাব ও রোটারী ক্লাব অব কুমিল্লা লালমাইয়ের যৌথ উদ্যোগে ফ্রি হেপাটাইটিস বি স্ক্রিনিং প্রোগ্রাম করা হয়।
স্ক্রিনিং প্রোগ্রামের পুর্বে প্রতিপাদ্য দিন উপলক্ষে একটি বর্নাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়।কুমিল্লা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ও কুমিল্লা লিভার ক্লাবের সভাপতি ডাঃ মোহাম্মদ ইজাজুল হকের নেতৃত্বে উক্ত র্যালীতে অংশগ্রহণ করেন কুমিল্লা বিএমএ ও স্বাচিপ সভাপতি ডাঃ মোঃ আব্দুল বাকী আনিস,মেডিকেল এসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল(ম্যাটস)এর অধ্যক্ষ ডাঃ মোঃ আজিজুর রহমান সিদ্দিকী, কুমিল্লা জেলার সিভিল সার্জন ডাঃ মোঃ মীর মোবারক হোসেন।
অনুষ্ঠানে রোটারী জেলা ৩২৮২ এর গভর্নর দিলনাশি মোহসেন উপস্থিত ছিলেন। সার্বিকভাবে অনুষ্টানটি পরিচালনা করেন কুমিল্লা মেডিকেল কলেজের হেপাটোলজী বিভাগের সহকারী অধ্যাপক ও কুমিল্লা লিভার ক্লাবের সাধারণ সম্পাদক ডাঃ মোহাম্মদ ফরহাদ আবেদীন।
পরে ফ্রী হেপাটাইটিস বি স্ক্রিনিং প্রোগ্রামটি পরিচালনা করেন প্রোগ্রাম চেয়ারম্যান রোটাঃ পিপি লুৎফুল বারী চৌধুরী।
উক্ত অনুষ্ঠানে ১১০ জন ফ্রী হেপাটাইটিস বি স্ক্রিনিং করেন এবং তাৎক্ষনিক ৩০ জন ভ্যাকসিন গ্রহন করেন।
উক্ত অনুষ্ঠানটিতে কুমিল্লার অনেক রোটারী নেতৃবৃন্দ ও রোটারিয়ানগন অংশ গ্রহন করেন।