পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল, এফসিএ এমপি’র স্বেচ্ছাধীন তহবিল থেকে লালমাই উপজেলার বিভিন্ন ইউনিয়নের সুবিধাবঞ্চিত ৩৭ জন পরিবারকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ জুলাই) সকালে লালমাই উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুদান হস্তান্তর করা হয়।
এসময় উপস্থিত ছিলেন লালমাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফোরকান এলাহি অনুপম, লালমাই উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাসুদুর রহমান ভূঁইয়া, লালমাই উপজেলা ছাত্রলীগ সভাপতি শাহ্ পরান সওদাগর, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রাব্বি, বাকই উত্তর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন প্রমুখ।