লাকসাম প্রতিনিধি।।
কুমিল্লার লাকসাম পৌর মিলনায়ত মো. তাজুল ইসলাম কনফারেন্স হলে রবিবার দুপুরে লাকসাম পৌরসভার ২০২৩-২০২৪ অর্থ বছরের ১’শ ৮৩কোটি ৮৭ লাখ ৪১ হাজার ৫’শ ৪৪ টাকার বাজেট ঘোষনা করা হয়। পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের এ বাজেট ঘোষনা করেন।
এসময় উপস্থিত ছিলেন অনুষ্ঠানের সভাপতি লাকসাম পৌরসভা প্রধান নির্বাহী কর্মকর্তা অমিত সাহা, লাকসাম প্রেসক্লাবের সভাপতি তাবারক উল্ল্যাহ কায়েস, প্যানেল মেয়র-১ মোঃ খলিলুর রহমান, প্যানেল মেয়র-২ মোঃ শাহজাহান মজুমদার পৌর সহকারী প্রকৌশলী বাবু শিশির আচার্য্য, কাউন্সিলর মোহাম্মদ উল্যাহ, অ্যাডভোকেট মাসুদ হাছান,মোঃ আবদুল আজিজ, মুনছুর আহমেদ মুন্সি, আবু ছায়েদ বাচ্চু, মোঃ দেলোয়ার হোসেন, গোলাম রাব্বানী, সংরক্ষিত মহিলা কাউন্সিলর নাছিমা আক্তার, নাছিমা সুলতানা, মোশফেকা আলম মিতা ও প্রধান হিসাব রক্ষন কর্মকর্তা মোহাম্মদ আখতার হোসেনসহ পৌর কর্মকর্তা-কর্মচারীগণ।
উক্ত বাজেটে সর্বমোট আয় ধরা হয়েছে ১শ ৮৩ কোটি ৮৭ লক্ষ ৪১ হাজার ৫৪৪ টাকা এবং বিভিন্নখাতে মোট ব্যায় ধরা হয়েছে ১’শ ৭৮ কোটি ১৪ লক্ষ ৭০ হাজার টাকা। বাজেট উদ্বৃত্ত ধরা হয়েছে ৫ কোটি ৭২ লক্ষ ৭১ হাজার ৫৪৪ টাকা এবং রাজস্ব আয় ধরা হয়েছে ২৮ কোটি ৮৩ লাখ ৫০ হাজার ৬৯২ টাকা রাজস্ব ব্যয় ধরা হয়েছে ২৫ কোটি ৫০ লাখ ৭০ হাজার টাকা, রাজস্ব উদ্ধৃত্ত ৩ কোটি ৩২ লাখ ৮০ হাজার ৬৯২ টাকা, সরকারি এবং পৌর পরিষদের অন্যান্য প্রকল্প খাতে উন্নয়ন আয় ১’শ৫৩ কোটি টাকা ০৯ লাখ ৩৭ হাজার ৮০০ টাকা এবং ব্যয় ১’শ৫০ কোটি ৭৯ লাখ টাকা। এ বাজেট পর্যালোচনা সভায় সাংবাদিক, সকল শ্রেণিপেশার মানুষ ও সূধী স্বজনদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মেয়র খায়ের।
প্রশ্নের উত্তর কালে পৌরমেয়র অধ্যাপক আবুল খায়ের বলেন, ২০২৩-২০২৪ অর্থবছরের এ বাজেট পৌরবাসীদের নাগরিক সুবিধা বাড়াতে এবং এলাকার আর্থ-সামাজিক অবকাঠামো উন্নয়নে যথেষ্ট অবদান বয়ে আনবে।