দেবব্রত পাল বাপ্পী।।
১৫ আগষ্ট সোমবার সকালে কুমিল্লার লাকসামে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিবছরের ন্যায় এবারও লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে দোয়া-মুনাজাত ও আলোচনা সভার মধ্যদিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকীতে জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, সকালে প্রভাত ফেরির মাধ্যমে স্কুল প্রাঙ্গণ থেকে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, শিক্ষার্থী ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দ লাকসাম মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গণে জাতির পিতার ম্যূরালে পুস্পস্তবক অর্পণ করেন।
র্যালী শেষে বিদ্যালয় প্রাঙ্গণে দোয়া-মুনাজাত,মিলাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী শিক্ষার্থীরা চিত্রাংকন, কুইজ ইত্যাদি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি তাবারক উল্লাহ কায়েস, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রসরাজ দাশ, সদস্য কবির আহমেদ স্বাধীন, মাষ্টার মীর হোসেন, ওবায়েদ উল্লাহ হান্নান, সমর সাহাসহ বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।