দেবব্রত পাল বাপ্পী, লাকসাম।।
কুমিল্ল¬ার লাকসামে সোমবার (৩অক্টোবর) সকালে প্রতিবছরের ন্যায় জগন্নাথ দেবালয়ে হাজার হাজার ভক্তবৃন্দের উপস্থিতিতে কুৃমারী পূজা অনুষ্ঠিত হয়েছে।
পূজা উদযাপন সূত্রে জানা যায়, সকাল থেকে দূর দূরান্ত থেকে হাজার হাজার ভক্তবৃন্দগণ জগন্নাথ দেবালয়ে এসে কুমারী পূজা দেখতে আসেন। জগদীশ চক্রবর্তীর পরিচালনায় কুমারী পূজা সম্পন্ন হয়। পরে অমর চক্রবর্তীর পরিচালনায় অষ্টমী পূজায় মা দূর্গার চরণে পুষ্পঅঞ্জলি প্রদান করা হয়। পরে ভক্তবৃন্দদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- জগন্নাথ দেবালয় কমিটির সভাপতি এড. রনজিত রায় চৌধুরী টিংকু, সাধারণ সম্পাদক অরবিন্দু সাহা, সুবীর সাহা, অমূল্য বনিক, আওয়ামীলীগ নেতা প্রবীর সাহা, সমর সাহা, তপন বনিক,সুখেন সাহা, নিমাই সাহা, পূজা উদযাপন পরিষদের সভাপতি ডা. সচীন্দ্র দাস, সাধারণ সম্পাদক দূর্জয় সাহা প্রমুখ।