দেবব্রত পাল বাপ্পী,লাকসাম প্রতিনিধি।।
কুমিল্লার লাকসাম উপজেলায় শুক্রবার সকালে (৯ সেপ্টেম্বর) বরইগাঁও মহা বৌদ্ধবিহারে মধু পূর্নিমা উদযাপিত করা হয়। সকাল থেকে ভক্তবৃন্দগণ বিহার প্রাঙ্গণে এসে গৌতমবুদ্ধের নিকট প্রার্থনা করেন।
বরইগাঁও মহাবৌদ্ধ বিহারের অধ্যক্ষ ও বিহারের সভাপতি প্রজ্ঞাশ্রী মহাথেরের পরিচালনায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- বিহার সম্পাদক প্রিয়মোহন সিংহ, গ্রাম সর্দার নৃপেন্দ্র কুমার সিংহ, সুভাষ সিংহসহ গ্রামের দায়ক-দায়িকাবৃন্দ।