২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ| ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ| ১৬ই রমজান, ১৪৪৬ হিজরি| রাত ১০:১৩| বসন্তকাল|

লাকসামে বরইগাঁও জ্যোতিঃপাল মহাথের মহাবিহারে পবিত্র মাঘী পূর্নিমা উদযাপিত…Newscast24tv

Reporter Name
  • Update Time : রবিবার, ফেব্রুয়ারি ৫, ২০২৩,
  • 118 Time View

দেবব্রত পাল বাপ্পী, লাকসাম।।

কুমিল্লার লাকসামে প্রতিছরের ন্যায় ঐতিহ্যবাহী বরইগাঁও জ্যোতিঃপাল মহাথের বৌদ্ধ অনাথ আশ্রম মহাবিহারে রবিবার (৫ ফেব্রæয়ারি) সকালে পবিত্র মাঘী পূর্ণিমা উদযাপিত হয়েছে।
বিহার অধ্যক্ষ শ্রীমৎ প্রজ্ঞাশ্রী মহাথেরের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন- গ্রাম সর্দার নৃপেন্দ্র সিংহ, মাষ্টার সুব্রত সিংহ, ব্যবসায়ী শ্যামল সিংহ সহ উপস্থিত দায়ক-দায়িকাবৃন্দ।
বিহার অধ্যক্ষ শ্রীমৎ প্রজ্ঞাশ্রী মহাথের বলেন, আজ যথাযোগ্য মর্যাদায় সারাদেশে পবিত্র মাঘী পূর্নিমা অনুষ্ঠিত হচ্ছে। আজ পবিত্রদিনে বৌদ্ধ সম্প্রদায়ের লোকজন গৌতমবুদ্ধের কাছে প্রার্থনা করেছেন যাতে সুখে শান্তি থাকতে পারি এবং দেশের সুখ শান্তি কামানায় গৌতুম বৌদ্ধদের প্রার্থনা করা হয়েছে। বিশেষ করে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থ্যতার জন্য প্রার্থনা করা হয়েছে। জগতের সকল প্রানী সুখি হউক।
অপরদিকে বরইগাঁও বালিকা উচ্চ বিদ্যলয়ে যথাযোগ্য মর্যাদায় পবিত্র মাঘী পূর্নিমা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে পবিত্র ত্রিপটপাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানমালা শুরু হয়। এসময় উপস্থিত ছিলেন- বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি শ্রীমৎ প্রজ্ঞাশ্রী মহাথের, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল হাই, সিনিয়ন শিক্ষক নির্মল মজুমদার, অনিমা রানী সিংহ, সুশান্ত সরকার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক আকাশ মন্ডল। বিদ্যালয়ে ছাত্রীরা গান ও নৃত্য পরিবেশন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category