 
																
								
                                    
									
                                 
							
							 
                    দেবব্রত পাল বাপ্পী, লাকসাম (কুমিল্লা):
”বন্ধুর টানে এসো মিলি এক প্রানে” এ প্রতিপাদ্যকে সামনে রেখে লাকসামে সোমবার (১১ জুলাই) বিকেলে জংশন আগমন ফুড পার্কে প্রতিবছর ন্যায় এবারও আমরা সবাই বন্ধু-৯৪ গ্রুপের আয়োজনে মিলন মেলা-২০২২ অনুষ্ঠিত হয়েছে।
মিলন মেলায় বন্ধু-৯৪ গ্রুপের আহবায়ক ডা. তারেক , সদস্য সাবেক কাউন্সিলর মোশারফ হোসেন মজুমদার, মইনুল হক চৌধুরী হেলাল, তোফায়েল আহমেদ, শাহ আলম, প্রবাসী আনিছুর রহমান, আতাউল করিম জুন্নুন, মনসুর, খালেদ, কাউছার আহমেদসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
পরে, বিকেলে ৯৪ গ্রুপের আয়োজনে কুমিল্লা থেকে আগত শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন।