দেবব্রত পাল বাপ্পী, লাকসাম প্রতিনিধি।।
‘‘ ধর্ম যার যার, রাষ্ট্র সবার ‘‘ এ প্রতিবাদ্যকে সামনে রেখে কুমিল্লার লাকসাম উপজেলার উত্তরদা ও গোবিন্দপুর ইউনিয়ন শাখার উদ্যোগে শনিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে উত্তরদা ইউপির দিলীপ চন্দ্র দাশের বাড়ীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লাকসাম শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
উক্ত দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক শ্রী দিলীপ চন্দ্র দাশ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লাকসাম উপজেলা শাখা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি ডা: শ্রী সচীন্দ্র কুমার দাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লাকসাম উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও কুমিল্লা জেলা শাখা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি শ্রী দূর্জয় সাহা প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাষ্টার দিলীপ কুমার দাশ।
প্রধান অতিথি ডা: শ্রী সচীন্দ্র কুমার দাস বক্তব্যে বলেন, ঐক্যের বিকল্প নেই। সনাতন ধর্মীয় লোকদের এ সংগঠনের পতাকা তলে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের অধিকার আমাদেরকে নিতে হবে। বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে আপনারা উপস্থিত হয়েছেন সংগঠনের পক্ষ আপনাদের সকলকে আমার আন্তরিক রক্তিম শুভেচ্ছ। পরিশেষে আসন্ন শারদীয় দূর্গোৎসবের সবাইকে আন্তরিক শুভেচ্ছা।
উল্লেখ্য উক্ত দ্বি-বার্ষিক সম্মেলণে পবিত্র গীতা পাঠ ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় এবং পরে আলোচনা শেষে প্রধান অতিথি লাকসাম উপজেলা শাখার পূজা উদ্যাপন পরিষদ নতুন কমিটি ঘোষনা করেন। যথাক্রমে উত্তরদা ইউপি শাখা সভাপতি দিলীপ চন্দ্র দাশ, সাধারণ সম্পাদক মাষ্টার দিলীপ কুমার দাশ। গোবিন্দপুর ইউপি শাখা সভাপতি জগদীশ চন্দ্র দাশ (দ: চাঁদপুর), সাধারণ সম্পাদক সুমন চন্দ্র দেবনাথ (ইছাপুরা)।