দেবব্রত পাল বাপ্পী, লাকসাম
কুমিল্লার লাকসামে সোমবার (১৯ সেপ্টেম্বর) সকালে ঐতিহ্যবাহী প্রাচীন ধর্মীয় প্রতিষ্ঠান পৌরশহরের নশরতপুর সেবাশ্রমের ১২তম সেবায়েত ডা. নির্মল বন্দোপাধ্যায়‘র ৪র্থতম তিরোধান অনুষ্ঠান আরম্ভর পূর্ন ভাবে উদযাপিত হয়েছে।
জানা যায়, সকাল থেকে ভক্তবৃন্দগণ শ্রী শ্রী রাধামাধব সেবাশ্রম ধামে এসে উপস্থিত হতে থাকে। সকাল থেকে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দুপুরে পবিত্র গীতাপাঠ, ধর্মীয় আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দদের জিজ্ঞাসা করা হলে ওনারা বলেন, ডা. নির্মল বন্দোপাধ্যায় ৪র্থ তম তিরোধান অনুষ্ঠান এসে ধন্য মনে করছি। আগামীতে যাতে আরও ভালো ভাবে ওনারা অনুষ্ঠান করতে পারেন আমরা ভক্তবৃন্দগণ ভগবানের কাছে প্রার্থনা করি। রাধামাধব সেবাশ্রমের কমিটিবৃন্দ জানান, আমরা প্রায় ৫ হাজার লোকের মাঝে দুপুরে প্রসাদ বিতরন করেছি। অনুষ্ঠান শান্তিপূর্ন ভাবে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- রাধামাধব সেবাশ্রম কমিটির সহ-সভাপতি ডা. সচীন্দ্র চন্দ্র দাস, সহ-সভাপতি অমূল্য বনিক, সহ-সভাপতি পিন্টু সাহা, সেক্রেটারী চন্দন কৃষ্ণ দাস, সাংগঠনিক সম্পাদক কৃষ্ণ কুমার বর্ধন, সহ-সাংগঠনিক সম্পাদক কল্যান দত্ত, কোষাধ্যক্ষ বাবুল পালসহ নশরতপুর বাউল গোসাই আশ্রমের সেবায়েত, সকল ভক্তবৃন্দ।
এ ব্যাপারে রাধামাধব সেবাশ্রমের সেক্রেটারী চন্দন কৃষ্ণ দাস জানান, আমাদের সেবাশ্রমের মধ্যমণি প্রয়াত ডা. নির্মল বন্দোপাধ্যায় ৪তম তিরোধান অনুষ্ঠানে হাজার হাজার ভক্তবৃন্দ উপস্থিত হয়েছেন। আমি রাধামাধব সেবাশ্রমের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আগামীতে যাতে আরও সুন্দর ভাবে অনুষ্ঠান করতে আপনাদের সকলের সহযোগিতা কামনা করি। তিনি আরও বলেন, এ প্রাচীন ধর্মীয় প্রতিষ্ঠানটি ধরে রাখার জন্য আপনাদের ও সরকারী ভাবে সহযোগিতা আশা করি। আমাদের অভিভাবক মাননীয় এলজিআরডি মন্ত্রী জনাব মো. তাজুল ইসলাম মহোদয় আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছে। তিনি প্রতিশ্রæতি দিয়েছেন যাত্রীদের থাকার জন্য ৮ তলা ভবন করে দিবেন। আমাদের মন্দিরের চলমান কাজগুলো যাতে শেষ করতে পারি ওনার সহযোগিতা আমরা সনাতন ভক্তবৃন্দ কামনা করছি। এরই মধ্যে মন্দিরের উন্নয়নমূলক কাজ চলছে বাংলাদেশ ও বাংলাদেশের বাহিরে এ বাউল গোসাই শিষ্য যারা রয়েছেন সকলের সহযোগিতা কামনা করছি। প্রতিবছর আমরা এ প্রতিষ্ঠান থেকে ভারতের বিভিন্ন ধামে তীর্থ দর্শন করার জন্য ভক্তবৃন্দদেরকে নেয়ার ব্যবস্থা করি। যারা তীর্থে যাওয়া মনোবাসনা করছেন আমাদের সাথে যোগাযোগ করবেন।