দেবব্রত পাল বাপ্পী, লাকসাম প্রতিনিধি।।
কুমিল্লার লাকসামে মঙ্গলবার (১৯ জুলাই) সকালে হাউজিং এষ্টেটস্থ প্যাসিফিক স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে আল-হেরা ক্যাডেট মাদ্রাসা উদ্বোধন উপলক্ষে ছাত্রদের মাঝে সবক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটিএনবাংলার প্রধান ক্বারী এ.কে.এম ফিরোজ। বিশেষ মেহমান হিসেবে বক্তব্য রাখেন ক্বারী মো. জাহাঙ্গীর আলম খান, সাবেক কাউন্সিলর মো. গোলাম কিবরিয়া সুমন, প্যাসিফিক স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান ড. পেয়ার আহমদ, উত্তর বাজার জমে মসজিদের পেশ খতিব মাওলানা মহিউদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক মো. হাবিবুর রহমান সাইফি।
উল্লেখ্য, অনুষ্ঠানে মাদ্রাসা ছাত্রদের উদ্দেশ্যে মেহমানবৃন্দ দোয়া ও মুনাজাত করেন। পরে ছাত্রদের মাঝে সবক প্রদান করা হয়।
প্যাসিফিক স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান ড. পেয়ার আহমদ বক্তব্যে বলেন, “আমার এ প্রতিষ্ঠান দক্ষিণ কুমিল্লার মধ্যে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান। প্রতিবছর এ প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা কৃতিত্বের সহিত ভাল ফলাফল করে আসছে। আমি বিশ্বাস করি আল-হেরা ক্যাডেট মাদ্রাসাটি ভাল ফলাফল করে সকলের মুখ উজ্জল করবে”
“সবক প্রদান অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানাই লাল গোলাপের শুভেচ্ছা”
(পেয়ার আহমেদ, নিউজকাস্ট24)