দেবব্রত পাল বাপ্পী, লাকসামঃ
সেবা, শান্তি, প্রগতি বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবকলীগের মূলনীতি, এ প্রতিপাদ্যকে সামনে রেখে গৌরবোজ¦ল, সংগ্রাম ও সাফল্যের ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বুধবার (২৭ জুলাই) বিকেলে লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠে লাকসাম উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের উদ্যেগে কেক কাটা, আলোচনা সভা ও র্যালীর মধ্যদিয়ে উদ্যাপিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে লাকসাম উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও ৪নং গোবিন্দপুর ইউপি‘র চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন শামীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লাকসাম উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. ইউনুছ ভূূঁইয়া, সাংগঠনিক সম্পাদক এড. রফিকুল ইসলাম হীরা, লাকসাম পৌরসভা আ‘লীগের সভাপতি তাবারক উল্যাহ কায়েস, সাধারণ সম্পাদক মহববত আলী, লাকসাম পৌরসভা মেয়র অধ্যাপক আবুল খায়ের, ফেবিয়ান গ্রæপের পরিচালক সাহিদুল ইসলাম শাহিদ, কাউন্সিলর মোহাম্মদ উল্যাহ প্রমুখ।
অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- লাকসাম উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি বাবু সম্ভু সাহা, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম টুটুল, সহ সম্পাদক শাহীন আলম, দ্বীন ইসলাম দয়াল, মোজাম্মেল হোসেন, আলমগীর হোসেন, এটিএম নাজমুল হুদা রাজু, কাউন্সিলর মনছুর আহমেদ মুন্সিসহ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দকে কেক কেটে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ২৮তম প্রতিষ্ঠা বার্ষিক উদযাপন করেন এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পরে র্যালীটি লাকসাম পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করেন।