“
ফজলুল হক জয়।।
“ল এন্ড অর্ডার সিচুয়েশন ডেটোরিয়েট করে,সামাজিক অস্থিরতা তৈরি করে এমন বিষয়ে কারো কোন অভিযোগ করার দরকার নেই, পুলিশ হ্যাজ দেট অথারিটি”
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কুমিল্লার নবাগত পুলিশ সুপার আব্দুল মান্নান মঙ্গলবার দুপুর ১২ টায় কুমিল্লা জেলা পুলিশ কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে ‘মিট দ্য প্রেস’ -এ এসব কথা বলেন।
তিনি আর বলেন,”সবার আগে ক্রাইম এ্যাগেইনস্ট প্রোপার্টি- বা চুরি, ডাকাত, ছিনতাই, রাহাজানি রোধ করবো। একইসাথে নজর দেয়া হবে কিশোর গ্যাং কালচার নিরোধে। এ ব্যাপারে পুলিশিংয়ে কোন ছাড় দেয়া হবে না”।
তিনি সবার প্রতি সচেতন হবার আহ্বান জানিয়ে বলেন, সামনে দূর্গা পূজা – এক শ্রেণির মানুষ অন্ধ বিশ্বাসের কারনে সামাজিক যোগাযোগের মাধ্যমে গুজব ছড়ানোর চেষ্টা করে। বাংলাদেশের দীর্ঘদিনের ঐতিহ্য রয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতির, সেটা কুমিল্লাতে অক্ষুন্ন রাখতে হবে।
মত বিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার এম তানভীর আহমেদ, আবদুর রহিম, আফজল হোসেনসহ কুমিল্লায় কর্মরত গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় পুলিশ সুপার বলেন, কোন সাধারন মানুষ যেন থানায় গিয়ে সেবা নিতে হয়রানির শিকার না হয় সেদিকে খেয়াল রাখা হবে ।