ফজলুল হক জয়।।
আজ সন্ধ্যা সাড়ে সাতটায় কুমিল্লার পুরাতন জেলা পরিষদ অডিটোরিয়ামে ২০২২-২০২৩ এর সভাপতি রোটাঃ ডাঃ ইজাজুল হক এর সভাপতিত্বে এবং সেক্রেটারি এ বি এম এনামুল হক জুয়েল এর সহযোগিতায় রোটারি ক্লাব অব কুমিল্লা লালমাইয়ের নতুন বছরের নতুন সভা অনুষ্ঠিত হয়।
রোটারী ৩২৮২ এর এরিয়া ডিরেক্টর রোটাঃ পিপি লুৎফুল বারী চৌধুরী এবং রোটাঃ পিপি শফিকুল ইসলাম শামীম এর যৌথ সঞ্চালনায় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিডিজি ও ২০২২-২০২৩ এর ডিস্ট্রিক্ট ট্রেইনার দিলনাঁশি মহসেন।
উক্ত সভায় আমন্ত্রিত অতিথিদের মধ্যে ডিস্ট্রিক্ট অফিশিয়াল হিসেবে উপস্থিত ছিলেন রোটাঃ পিপি আব্দুর রহমান, রোটাঃ পিপি ওমর ফারুক,রোটাঃ পিপি প্রফেসর লোকমান হাকিম, রোটাঃ পিপি অধ্যক্ষ জামান নাসের,গোমতী জোনের জোনাল কো-অর্ডিনেটর রোটাঃ পিপি জাহাঙ্গীর আলম তিতাস জোনের জোনাল কো-অর্ডিনেটর রোটাঃ পিপি শাহ জাবেদুল হক সাগর, রোটাঃ পিপি মাহফুজুর রহমান বাবুল এবং ডেপুটি গভর্নর রোটাঃ পিপি আব্দুল মতিন।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব কুমিল্লা ভিক্টোরিয়ার প্রেসিডেন্ট রোটাঃ আতাউল মাসুদ রাজিব(পিএইচএফ), সেক্রেটারি অধ্যাপক ফজলুল হক জয়,
রোটারী ক্লাব অব কুমিল্লা মিডসিটির প্রেসিডেন্ট রোটাঃ অধ্যক্ষ আনিসুর রহমান সোহেল। রোটাঃ প্রেসিডেন্ট সফুরা সুলতানা এ্যানি সহ অন্যান্য ক্লাবের সদস্য ও সভাপতিগণ
নতুন বছরের প্রথম প্রজেক্ট হিসেবে রোটারী ক্লাব অব কুমিল্লা লালমাই এর পক্ষ থেকে একজন ছাত্রীকে এককালীন শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।পরে, বক্তাদের বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য এবং রোটাঃ পিপি জাকির হোসেনের ভোট অব থ্যাংকস এর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
উল্লেখ্য, রোটারী ক্লাব অব কুমিল্লা লালমাই জেলা ৩২৮২ এর অন্যতম একটি ভাইব্রেন্ট ক্লাব হিসেবে সুপরিচিত।