ফজলুল হক জয়।।
রোটারীর আন্তর্জাতিক কনফারেন্সে যোগ দিতে আগামীকাল ২৬ মে অস্ট্রেলিয়ার মেলবোর্নে যাচ্ছেন রোটারী ক্লাব অব কুমিল্লা ভিক্টোরিয়ার তিন সদস্য। বৃহস্পতিবার সন্ধ্যায় নিউজকাস্ট২৪ কে এ তথ্য নিশ্চিত করেন রোটারী ক্লাব অব কুমিল্লা ভিক্টোরিয়ার বর্তমান সভাপতি রোটাঃ আতাউল মাসুদ রাজিব(পিএইচএফ)।
তিনি জানান, রোটারীর এই আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে আগামীকাল শুক্রবার অস্ট্রেলিয়ার মেলবোর্নের উদ্দেশ্যে দেশ ছাড়ছেন রোটারি ক্লাব অব কুমিল্লা ভিক্টোরিয়ার তিন সদস্য।তারা হচ্ছেন উক্ত ক্লাবের বর্তমান সভাপতি রোটাঃ আতাউল মাসুদ রাজিব(পিএইচএফ),ভবিষ্যৎ সভাপতি রোটাঃ রেহান উদ্দিন (পিএইচএফ) এবং ডিরেক্টর রোটাঃ শাহ আলম (পিএইচএফ)।
সম্মেলন শেষে তারা যাতে সুস্থভাবে দেশে পৌঁছতে পারেন সেজন্য তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।