দেবব্রত পাল বাপ্পী
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার আসন্ন ইউপি নির্বাচনে রায়কোট উত্তর-দক্ষিণ ইউনিয়ন পরিষদে শনিবার (১৭ ডিসেম্বর) চেয়ারম্যন ও মেম্বারগণ ভোটারদের দ্বারে দ্বারে ভোট ও দোয়া চাচ্ছেন।
স্থানীয় লোকজন জানায়, আসন্ন ইউপি নির্বাচনে প্রত্যোক ওয়ার্ড থেকে ৭/৮ জন ইউপি মেম্বার প্রার্থী হয়েছেন। মেম্বারগণদের সাথে সবারই সুসম্পর্ক বিদ্যমান। সকল প্রার্থীগন আমাদের সাথে কুশল বিনিময় করছেন। শীতকে উপেক্ষা করে প্রার্থীগণ গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। চায়ের দোকানে নির্বাচনের আমেজ চোখে পড়ার মতো। চায়ের দোকানে ভোটাররা চা খেতে খেতে প্রার্থীদের আলাপ আলোচনা চলছে হরদম। এলাকায় এলাকায় পোষ্টার ও মাইকিং চলছে এবং হরেক রকম নির্বাচনী গান গেয়ে ভোটারদের উৎসাহিত করছে।
রায়কোট উত্তর পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থী বর্তমান চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম মজুমদার (নৌকা), স্বতন্ত্র প্রার্থী মাওলানা জাফর আহমদ মজুঃ (চশমা), কাজী শাহ আলম (মোটর সাইকেল), মেম্বার প্রার্থী ৩নং ওয়ার্ড মোঃ জাহাঙ্গীর আলম (মোরগ), ১নং ওয়ার্ড মোঃ মাহবুবুল হক (মোরগ)।