বিনোদন ডেস্ক : ঢালিউড নায়িকা পূর্ণিমার বিয়ের বিষয়টি সর্বত্রই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। বিয়ের বিষয়টি সময় সংবাদকে নিজেই নিশ্চিত করেন ‘মনের মাঝে’খ্যাত এই অভিনেত্রী।
তিনি বলেন, ‘বন্ধুত্ব, বিশ্বাস,ভালোবাসা, শ্রদ্ধাবোধ রবিনের মধ্যে সবকিছুই পেয়েছি। চলতি বছরের শেষে বিয়ের সংবর্ধনা অনুষ্ঠান।’
পূর্ণিমা অন্য একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করতেন। ওই কোম্পানির পক্ষ থেকে অনেক ইভেন্ট হতো। ইভেন্টে নিজের অধীন থাকা ব্র্যান্ডগুলো দেখতেন রবিন। সংগীতশিল্পী, ক্রিকেটারসহ বিভিন্ন অঙ্গনের তারকাদের নিয়ে ছিল তাদের কাজ। সেও টানা একসঙ্গে অনেক কাজ করে। ওখান থেকেই তাদের কথাবার্তা শুরু হয় – জানান পূর্ণিমা।
কথা বলতে বলতে তাদের মধ্যে ভালো একটা বন্ধুত্ব তৈরি হয় জানিয়ে পূর্ণিমা বলেন, ‘ছেলেটা আসলেই খুব ভালো। ভালো একজন মানুষ। যার কাছে সবকিছু বলা যায়। যাকে সবক্ষেত্রে বিশ্বাস করা যায়। আমরা কাজের ক্ষেত্রে কাজই করেছি। আবার বন্ধুত্বের ক্ষেত্রে সেটা সেভাবে বজায় রেখেছি।’