ফজলুল হক জয়।।
বাংলাদেশ যুব ঐক্য পরিষদ কুমিল্লা জেলা ও মহানগর শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে।এতে কুমিল্লা জেলা শাখার সভাপতি হয়েছেন বিকাশ পাল লিটন এবং সাধারণ সম্পাদক হয়েছেন শ্যামল চন্দ্র দে ও কুমিল্লা মহানগর শাখার সভাপতি হয়েছেন অ্যাডভোকেট আশীষ কুমার ভৌমিক এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বিকাশ দাস।
“অস্তিত্বের লড়াই আসুন,সবাই ঐক্যবদ্ধ হই “-স্লোগানকে সামনে রেখে গত ৭ জুন (শুক্রবার) বাংলাদেশ যুব ঐক্য পরিষদ কুমিল্লা জেলা ও মহানগর শাখার ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।উক্ত ত্রিবার্ষিক সম্মেলনে কুমিল্লা জেলা ও মহানগর শাখার এ কমিটি ঘোষণা করা হয়।
বাংলাদেশ যুব ঐক্য পরিষদ কুমিল্লা মহানগর শাখার আহবায়ক শ্যামল কুমার কুন্ডের সভাপতিত্বে উক্ত ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু,বৌদ্ধ,খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শ্যামল কুমার পালিত,উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি পঙ্কজ সাহা,প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শিমুল সাহা,ত্রিবার্ষিক সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ যুব ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার আহবায়ক উজ্জ্বল রায়।উক্ত ত্রিবার্ষিক সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে কেন্দ্রীয় কমিটি,জেলা এবং মহানগর শাখার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।