দেবব্রত পাল বাপ্পী
(কুমিল্লা জেলার শাখার উদ্যোগে বাংলাদেশ শিক্ষক সমিতির(বিটিএ) ত্রি-বার্ষিক সম্মেলণে কুমিল্লা টাউনহল অডিটোরিয়ামে এম পি বাহার এসব কথা বলেন)
“আমি কলেজ জীবন থেকে টিউশনি করে পড়াশুনা করেছি। শিক্ষকতা পেশা একটি মহান পেশা। শিক্ষকরা জাতির মেরুদন্ড। তবে এখন আপনারা কর্মাশিয়াল হয়ে গেছেন। এ দেশ স্বাধীনতা হওয়ার পেছনে ৩০ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছে আমরা তাদের কাছে ঋনী। মুক্তিযোদ্ধা করে আমরা স্বাধীনতা অর্জন করেছি।”
“বঙ্গবন্ধু ১৪ বছর জেল খেটে বাংলাদেশকে স্বাধীন করেছে। আমি ৫০ বছর ধরে রাজনীতি করছি। দূর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হবে। আপনারা ছাত্রদেরকে দেশ প্রেমে উদ্বুদ্ধ করবেন। এ দেশটা আমাদের সকলের। মানবতার মা শেখ হাসিনা। আমরা ৩০ সালে মালয়েশিয়াকে ক্রস করব। আমি মানুষের ভালবাসা কর্মী। আমি বঙ্গবন্ধু ও শেখ হাসিনা কর্মী। বর্তমান শেখ হাসিনা ৩৬ ধরনের ভাতা দিচ্ছে। আপনারা সকলে নামাজ পড়ে দোয়া করবেন শেখ হাসিনা যেন আরও অনেক বছর বেঁচে থাকতে পারে। আপনারা কোন দাবী করতে হবে না আপনাদের দাবী পূরন হয়ে যাবে ধৈর্য্য ধরেন”।
শনিবার (৩০জুলাই) কুমিল্লা টাউন হল মিলনায়তনে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) কুমিল্লা জেলা শাখা‘র ত্রি বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে কুমিল্লা -৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম বাহাউদ্দিন বাহার উপরোক্ত গুলো কথা বলেন।
বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) কুমিল্লা জেলা শাখার এডহক কমিটির সভাপতি অধ্যক্ষ জহিরুল আলমের সভাপতিত্বে ত্রি বার্ষিক সম্মেলণে বক্তব্য রাখেন উদ্বোধক বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি মো: বজলুর রহমান, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ কাওছার আহমেদ, জেলা শিক্ষা অফিসার মো: ইউনুছ ফারুকী, বাংলাদেশ শিক্ষক সমিতির সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ মো: আবুল কাশেম প্রমুখ।
অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- সম্মেলন বাস্তবায়ন কমিটি পক্ষে সদস্য সচিব মো: নুরুল আমিন, আহবায়ক মো: মোস্তফা ছারোয়ার খান, লাকসাম উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার প্রসাদ কুমার ভাওয়াল, লাকসাম উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি তপন চন্দ্র সাহা, বাসুদেব, মোস্তফা সারোয়ার প্রমুখ। উল্লেখ্য সম্মেলণে ১৭টি উপজেলা থেকে শিক্ষক সংগঠনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিটিএ কুমিল্লা শাখার এডহক সদস্য সচিব মো: হানিফ মজুমদার। সম্মেলন শুরু হওয়ার আগে জাতীয় সংগীত, শান্তির পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন নেতৃবৃন্দগণ।