ফজলুল হক জয়।।
বৃহস্পতিবার সকাল থেকেই ঢাকা- চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট দেখা দেয়।এতে দুর্ভোগে পড়েন অসংখ্য যাত্রী। অধ্যাপক ইমাম হাসান নামের মিয়ামী বাসের একজন যাত্রী জানান, তিনি সকাল ৭ টায় কুমিল্লা থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা করেছেন এখন দুপুর ১ঃ৪০, তিনি মাত্র মদনপুর অবস্থান করছেন।
তার মত অসংখ্য যাত্রী এই দুর্ভোগের শিকার হয়েছেন।নিদৃষ্ট সময়ে গন্তব্যে পৌঁছতে না পারায় অনেকেই দায়িত্বরত কর্তৃপক্ষকে দুষছেন।
খবর নিয়ে জানা যায়, মদনপুরে গতকাল রাতে একটি লরি উল্টে যায়,যার ফলে রাস্তায় অচলাবস্থা দেখা দেয়।স্থানীয়রা বলছেন, স্থানীয় প্রশাসনের উদাসীনতার কারণে এমন অবস্থা তৈরি হয়েছে।
খবর নিয়ে জানা যায়,সমস্যা নিরসনে কাজ চলছে।খুব শিগগিরই সব ঠিক-ঠাক হয়ে যাবে।