ফজলুল হক জয়।।
বুড়িচং উপজেলা সমিতি ঢাকা’র সংবর্ধনা,স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
১৩ জুলাই (শনিবার) ঢাকার
ধানমন্ডি ক্লাবে বুড়িচং উপজেলা সমিতি ঢাকা’র এ সংবর্ধনা, স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বুড়িচং উপজেলা সমিতি ঢাকার সভাপতি ও ডি এল এম গ্রুপের চেয়ারম্যান এম এ মতিন এমবিএ এর সভাপতিত্বে এতে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৫ (বুড়িচং -ব্রাহ্মণপাড়ার) সংসদ সদস্য আলহাজ্ব এম এ জাহের এমপি, বুড়িচং উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আকলাখ হায়দার, ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তৈয়ব অপি ও বুড়িচং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন।
এ সময় কুমিল্লা-৫ এর সাবেক সংসদ সদস্য ও আইনমন্ত্রী মরহুম অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু, সাবেক এমপি অধ্যাপক ইউনুস, সাবেক এমপি মরুম এডভোকেট আবুল হাসেম খানের স্মরণে স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এ দোয়া মোনাজাত পরিচালনা করেন বুড়িচং উপজেলা সমিতির ঢাকার সভাপতি আওয়ামী লীগ নেতা এম এ মতিন এমবিএ।
সাংবাদিক আব্দুল ওয়াদুদ ও আবু তাহেরের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বুড়িচং উপজেলা সমিতির সাধারণ সম্পাদক ও পিবিআই পুলিশ সুপার মিজানুর রহমান শেলী।উক্ত সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বুড়িচং উপজেলা সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এডভোকেট একলাছ উদ্দিন ভূঁইয়া, সাবেক সাধারণ সম্পাদক খোরশেদ আলম,সোনার বাংলা কলেজের অধ্যক্ষ সেলিম রেজা সৌরভ, এডভোকেট আব্দুল মতিন খুসরুর সাবেক পিএস মাহবুব হোসেন, ইঞ্জিনিয়ার আব্দুল মালেক, মোশারফ হোসেন কলেজের প্রতিষ্ঠাতা মোশারফ
হোসেন খান চৌধুরী, ডাকসুর ক্রিয়া সম্পাদক বদরুল হাসান লিটন, সহকারী অ্যাটর্নি জেনারেল শামীম আহমেদ, এডভোকেট মাহবুবুর রহমান,বিশিষ্ট নারী নেত্রী খ্যাত মিসেস মতিন, ডাক্তার জাকির হোসেন,বুড়িচং উপজেলা সমিতির সহ-সভাপতি প্রফেসর আমিনুর রহমান আইন মন্ত্রণালয়ের সিনিয়র অফিসার আবু তাহের,সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল আলম দিদার, তিতাস গ্যাসের সহকারী পরিচালক সাইফুল ইসলাম বাবু প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে বক্তারা বুড়িচংয়ের প্রয়াত নেতাদের স্মৃতিচারণ করেন।