বিএনপি সব সময় জনগণের কল্যাণে কাজ করে:হাজী ইয়াসিন
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও বিএনপির চেয়ারপার্সনের নবনিযুক্ত উপদেষ্টা সাবেক এমপি হাজী আমিনুর রশিদ ইয়াসিন বলেন,বিএনপি জনগণের দল,বিএনপি সাধারণ মানুষের দল,বিএনপি সব সময় সাধারণ মানুষের সাথে মাঠে থাকে।তিনি উপস্থিত সকলের প্রতি সতর্কবাণী দিয়ে বলেন,স্বৈরাচারের দোসররা বিভিন্নভাবে বিএনপিকে কলুষিত করার চেষ্টা করছে।এই ষড়যন্ত্রকে নশ্চাৎ করার আহবান জানিয়ে তিনি বিএনপি’র সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সোমবার (১৭ মার্চ) কুমিল্লা আদর্শ সদর উপজেলার শাসনগাছা বাস স্ট্যান্ডে সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক রেজাউল কাইয়ুমের সভাপতিত্বে আয়োজিত গণ ইফতার কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে হাজী আমিনুর রশিদ ইয়াসিন আরো বলেন,সকল অন্যায়,অবিচার এবং জুলুমের বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার থাকতে হবে।এ সময় তিনি উপস্থিত সকল অতিথি এবং রোজাদারদের কাছে বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবারের জন্য দোয়া কামনা করেন।
গণ ইফতার কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু,কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম,সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা, জনতার মেয়র খ্যাত নিজাম উদ্দিন কায়সার।
গণ ইফতারের এ কর্মসূচিতে সভাপতির বক্তব্যে কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক রেজাউল কাইয়ুম বলেন,বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আমরা প্রত্যেকটি ইউনিয়নে এই ইফতার কর্মসূচি পালন করে যাচ্ছি।বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সম্পূর্ণ অর্থায়নে এই কর্মসূচি পালিত হয়ে আসছে।এ সময় তিনি উপস্থিত সকলের কাছে জিয়া পরিবারের জন্য দোয়া কামনা করেন।
উল্লেখ্য,গণ ইফতারে প্রায় ৫ সহস্রাধিক মানুষ অংশ নেন।