বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হলেন হাজী ইয়াসিন
ফজলুল হক জয়,কুমিল্লা প্রতিনিধি।।
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক হাজী আমিন উর রশীদ ইয়াসিন। বুধবার বিএনপির দলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি বিষয়টি জানানো হয়। এসব তথ্য নিজেই নিশ্চিত করেছেন হাজী আমিন উর রশিদ ইয়াসিন।
জানা গেছে, হাজী আমিন উর রশীদ ইয়াসিন পূর্বে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ছিলেন। এছাড়াও তিনি কুমিল্লা-৬ আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন।