ফজলুল হক জয়||
বাংলাদেশ ডাক বিভাগের পোস্টম্যান ও নিম্ম বেতন ভোগী কর্মচারি ইউনিয়নের রেজি-বি ২১০৪(জাতীয়তাবাদী শ্রমিক দলের অন্তর্ভুক্ত)অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় কমিটি গঠিত হয়েছে।
এতে সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হয়েছেন এস এম শহিদ ইকবাল (বন্দর প্রধান ডাকঘর চট্টগ্রাম) ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ মাসুদ আলম (লক্ষ্মীপুর কোর্ট পোস্টঅফিস)
জানা যায়,অন্তর্বর্তীকালীন এই কমিটির অন্যান্য পদের তালিকা খুব শীঘ্রই প্রকাশ করা হবে।