ফজলুল হক জয় ||
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস কুমিল্লা মহানগরী শাখা পুনর্গঠিত হয়েছে। এতে সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হয়েছেন মো: ইকরামুল হক এবং সেক্রেটারি নির্বাচিত হয়েছেন মুজাহিদুল ইসলাম জিহাদ।
১০ অক্টোবর ( বৃহস্পতিবার) বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস কুমিল্লা মহানগরী শাখার উদ্যোগে নগরীর কান্দিরপাড়স্থ ইয়াম্মী পার্টি সেন্টারে বার্ষিক সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়।
কুমিল্লা মহানগরীর সভাপতি মোঃ ইকরামুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখা পুনর্গঠন কার্যক্রম পরিচালনা করেন সংগঠনের নবমনোনীত সেক্রেটারি জেনারেল কে এম ইমরান হুসাইন ।
সহযোগী সদস্যদের প্রত্যক্ষ ভোটে ২০২৪-২৫ সেশনের জন্য কুমিল্লা মহানগরী শাখার সভাপতি নির্বাচিত হন মোঃ ইকরামুল হক, সেক্রেটারি মনোনীত হন মুজাহিদুল ইসলাম জিহাদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মুফতি আবদুল হক আমিনী , খেলাফত মজলিস কুমিল্লা মহানগরী শাখা সভাপতি মাওলানা সৈয়দ আব্দুল কাদের জামাল, খেলাফত মজলিস দক্ষিণ জেলা সেক্রেটারি ডাঃ যোবায়ের হোসাইন মিয়াজি, সাবেক জেলা সভাপতি ও ইসলামী যুব মজলিস কুমিল্লা মহানগরীর সভাপতি মাওলানা ইলিয়াস বিন হাশেম, ইসলামী যুব মজলিস কুমিল্লা উত্তর জেলা সভাপতি মাওলানা আবু বকর সিদ্দিক, খেলাফত মজলিস কুমিল্লা মহানগরীর সহ- সেক্রেটারি মাওলানা আব্দুস সালাম শরাফতি, মাওলানা শাহাদাত হোসেন শাহীন, ইসলামী ছাত্র মজলিস কুমিল্লা মহানগরীর সাবেক সভাপতি মাওলানা আবদুর রহমান, ইসলামী ছাত্র মজলিস কুমিল্লা উত্তর জেলা সভাপতি আব্দুল্লাহ আল মামুন, যুব মজলিস কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারি মাওলানা আবূ দাউদ বিন হাসান, যুব মজলিস কুমিল্লা মহানগরীর সেক্রেটারি মাওলানা এ বি এম এমদাদউল্লাহ, উত্তর জেলা অফিস ও প্রচার সম্পাদক মোঃ জামালুদ্দিন প্রমুখ।