১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ| ২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ| ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি| সকাল ৮:৩৪| হেমন্তকাল|
শিরোনাম:
কুমিল্লায় কৃষকদের মাঝে ধানের বীজ ও কৃষি উপকরণ বিতরণ কুমিল্লায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও কৃষি প্রণোদনা বিতরণ বুড়িচংয়ে ট্রেনের ধাক্কায় খণ্ড-বিখন্ড ৭ অটো রিকশা যাত্রী;আহত ২ কুমিল্লায় সদর দক্ষিণের ইউএনও’র সাথে মোতায়াল্লী সমিতির মত বিনিময় বরুড়ায় UNO’র সাথে মোতায়াল্লী সমিতির মত বিনিময় মনোহরগঞ্জের মৈশাতুয়ায় বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত বিএনপি ক্ষমতায় আসলে শিক্ষকদের সমস্যার সমাধান হবে- নাঙ্গলকোটে শিক্ষক সমাবেশে সেলিম ভূঁইয়া কুমিল্লায় জিয়া গবেষণা পরিষদ মহানগর শাখার উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত দ্রুত নির্বাচন দিয়ে জনগণের প্রত্যাশা পূরণ করুন-অধ্যক্ষ সেলিম ভূইয়া হাসিনাবিরোধী আন্দোলনে যাঁরা ছিলেন সবাইকে নিয়ে সরকার গঠন করা হবে-বরকত উল্লাহ বুলু

বরুড়ার ভবানীপুরে আ: লীগ নেতা শামীমের অনন্য দৃষ্টান্ত স্থাপন…newscast24tv

Reporter Name
  • Update Time : শুক্রবার, অক্টোবর ২৭, ২০২৩,
  • 88 Time View

ফজলুল হক জয়।।

কুমিল্লার বরুড়ার ভবানীপুর ইউনিয়নের ৫৬ টি পরিবারকে বিভিন্নভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, কুমিল্লা-৮(বরুড়া) আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী এ জেড এম শফিউদ্দিন শামীম।

২৭ অক্টোবর (শুক্রবার) বরুড়া উপজেলার বাতাইছড়ি ইসলামিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে ভবানীপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে কুমিল্লা -৮ (বরুড়া) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ. জেড. এম. শফিউদ্দিন (শামীম) এর অর্থায়নে ভবানীপুর ইউনিয়নের ৯ জন কর্মহীন অসহায় পুরুষ কে ১ টি করে অটো রিকশা, ৯ জন অসহায় নারী কে ১ টি করে সেলাই মেশিন, ৯ জন অসুস্থ রোগীকে চিকিৎসা সহায়তা, ৯ জন সন্তান সম্ভবা দুস্থ নারী কে মাতৃত্বকালীন ভাতা, ২০ জন ত্যাগী ও প্রবীণ আওয়ামী লীগ নেতাকে সম্মাননা ও উপহার ও ৯ টি মসজিদে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য ও ভবানীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আবু তাহের ভূঁইয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ. জেড. এম. শফিউদ্দিন (শামীম)।

অসহায় ও অস্বচ্ছল পুরুষদের জীবিকা নির্বাহে, সহায়সম্বলহীন দুস্থ মহিলাদের দুর্দশা লাঘবে, প্রসূতি মায়েদের স্বাস্থ্যগত বিষয় এবং চরম দারিদ্রতার কষাঘাতে চিকিৎসা করাতে পারছেন না যারা এমন পরিবারের প্রতি মানবিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে তাদের পাশে দাড়ানো একটি অনন্য ও মানবিক উদ্যোগ বলে জানিয়েছেন সমাবেশে আগত সাধারণ জনগণ।

অটোরিকশা ও সেলাই মেশিন এবং চিকিৎসা সহায়তা ও মাতৃত্তকালীন ভাতা নিতে আসা মানুষের মুখে ছিল তৃপ্তি ও প্রাপ্তির এক অন্যরকম প্রতিচ্ছবি। সম্মাননা নিতে সমাবেশে আগত প্রবীণ আওয়ামী লীগ নেতাদের মধ্যে ছিল পরিতৃপ্তির অভিব্যক্তি। তাঁরা বলেন শামীম সাহেব সক্রিয় রাজনীতিতে নবীন হলেও রাজনৈতিক শিষ্টাচারে তিনি প্রবীণ। তিনি প্রবীণ নেতাদের সম্মাননা ও উপহার দেয়ার যে উদ্যোগ নিয়েছেন এটা থেকে আমাদের সবাই কে শিক্ষা নেয়া উচিত। যে দলে নেতা কর্মীরা তাদের যোগ্য সম্মান পায় না, সে দলে নিবেদিতপ্রাণ কর্মী তৈরী হয় না।

প্রধান অতিথির বক্তব্যে এ. জেড. এম. শফিউদ্দিন (শামীম) বলেন, বরাবরের মতো পাঁচটি মৌলিক বিষয়কে অগ্রাধিকার দিয়ে আমি এলাকাবাসীর জীবন মান উন্নয়নে কাজ করছি- ১) পরনির্ভরশীলতা কমিয়ে আত্নকর্মসংস্থানের ব্যবস্থা করা ও দক্ষ জনশক্তি গড়ে তোলা, ২)প্রসূতি মা ও অনাগত সন্তানের স্বাস্থ্যের ঝুঁকি হ্রাস করা, ৩) হত দরিদ্রদের চিকিৎসা সহায়তা প্রদান ৪) ধর্মীয় উপাশনালয় নির্মাণ ও সংস্কার, ৫) দলের ত্যাগী, নি:স্বার্থ, নিবেদিতপ্রাণ ও প্রবীণ নেতৃবৃন্দকে মূল্যায়ন। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে জন মানুষের কাছে আসতে পেরে, এখানে যারা নানারকম সমস্যার মধ্যে দিন কাটাচ্ছেন তাদের পাশে দাঁড়াতে পেরে এবং দলের প্রবীণ ও ত্যাগী নেতাদের সম্মাননা দিতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি।

ইতিমধ্যে উপজেলার আগানগর, পয়ালগাছা, শিলমুড়ি(দ:), শিলমুড়ি(উ:), খোশবাস (উ:), শাকপুর, খোশবাস (দ:), আদ্রা, ঝলম, চিতড্ডা, গালিমপুর, ভাউকসার ও লক্ষীপুর সহ মোট ১৩ টি ইউনিয়ন এবং পৌরসভার ৫, ৮ ও ৯ নং ওয়ার্ডে অনুদান বিতরণ, সম্মাননা প্রদান ও দলীয় নেতা কর্মীদের সংগঠিত করার কাজ সম্পন্ন হয়েছে, পর্যায়ক্রমে বরুড়া উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অর্জিত হয়েছে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়ন করছেন তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর সুদূর প্রসারি ও গতিশীল নেতৃত্বে উন্নয়ন ও সমৃদ্ধিতে বাংলাদেশ এখন রোল মডেল ও সারাবিশ্বের বিস্ময়। বাংলাদেশ এখন স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। তিনি বলেন স্বাভাবিক ভাবে ৪৫ বছর সময়কালে দেশের অবকাঠামো এবং আর্থসামাজিক খাতে যে উন্নয়ন হতো, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে তা আমরা ১৫ বছরে করতে সক্ষম হয়েছি।

আমাদের দেশের অবকাঠামোগত আমুল পরিবর্তন হয়েছে। পরনির্ভরশীলতা কমিয়ে আমরা খাদ্যে, বিদ্যুৎ উৎপাদনে, চিকিৎসায় সয়ংসম্পূর্নতা অর্জন করেছি। উল্লেখযোগ্য সংখ্যক মেগাপ্রকল্প বাস্তবায়নের মাধ্যমে পাল্টে গেছে দেশের দৃশ্যপট। আধুনিক একটি রাস্ট্রে যে সমস্ত নাগরিক সুবিধা সমুহ থাকে তার সবকটিই এখানে বাস্তবায়িত হয়েছে যার মধ্যে মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও বঙ্গবন্ধু টানেল অন্যতম। রূপপুর ২,০০০ মেগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে বিশ্ব পরমাণু ক্লাবের ৩২ তম সদস্য রাস্ট্রের তালিকায় স্থান করে নিয়েছে আজ বাংলাদেশ। কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়েছে। আমাদের গড় আয়ূ বেড়ে হয়েছে ৭২ বছর, আমাদের শিক্ষার হার বেড়েছে।

তিনি বরুড়ার মানুষকে এলাকার উন্নয়নে এক হয়ে কাজ করার আহবান জানান। তিনি বলেন বরুড়া প্রবাসী অধ্যুষিত এলাকা, এখানকার এমন কোন বাড়ি নেই যে বাড়ির কেউ বিদেশে থাকে না। কিন্তু দু:খের বিষয় কোন ধরনের দক্ষতা বা কর্মমুখী কারিগরি শিক্ষা না থাকায় আমাদের দেশের প্রবাসীরা কম পারিশ্রমিকে বিদেশে গিয়ে কাজ করে, পরবর্তীতে দেশে এসে তারা তেমন কিছু করতে পারে না। তিনি তাঁর নিজস্ব অর্থায়নে বরুড়ায় কারিগরি শিক্ষা প্রদানের বিষয়ে গুরুত্ব আরোপ করেন। পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধির জন্য তিনি বড়দেরকে শ্রদ্ধা ও সম্মান এবং একইভাবে ছোটদের কে স্নেহ ও শিষ্টাচার শেখানোর ব্যাপারে সবাইকে সচেষ্ট থাকার অনুরোধ করেন।

উল্লেখ্য শফিউদ্দিন শামীম দীর্ঘদিন ধরে ব্যাক্তিগত ভাবে এবং তাঁর প্রতিষ্ঠিত এস কিউ ফাউন্ডেশনের মাধ্যমে কুমিল্লা দক্ষিণ তথা বরুড়ায় খাদ্য, শিক্ষা, চিকিৎসা, আবাসন সহ বহুমুখী সহায়তা কার্যক্রমের মাধ্যমে মানুষের জীবন মান উন্নয়নে কাজ করে যাচ্ছেন। তাছাড়া প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বহুমাত্রিক উন্নয়ন কর্মকাণ্ড, সাফল্য এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচিসমুহ প্রান্তিক জনসাধারণের মাঝে প্রদর্শনীর মাধ্যমে ব্যাপকভাবে তুলে ধরছেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য ও বরুড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজ আহমেদ, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও বরুড়া পৌরসভার সাবেক মেয়র মোঃ বাহাদুরুজ্জামান, বরুড়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামী মহিলালীগের যুগ্ম-আহবায়ক কামরুন নাহার শিখা, বরুড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও আগানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজহারুল ইসলাম মিঠু, বরুড়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি ও ঝলম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু, শিলমুড়ি (দ:) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফারুক হোসেন ভুঁইয়া, আদ্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাকিবুল হাসান লিমন, বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজের সাবেক ভিপি আবদুল মান্নান, বরুড়া উপজেলা আওয়ামী লীগের সদস্য মনিরুজ্জামান বাবুল, বরুড়া পৌরসভা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সেলিম জাহাঙ্গীর, ভবানীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মো: সিরাজুল ইসলাম, বরুড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাছির উদ্দিন মিহির, বরুড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ ফরহাদ হোসেন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর মিনুয়ারা বেগম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category