ফজলুল হক জয়||
জাতীয় নির্বাহী কমিটি,বিএনপির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও কুমিল্লা-৮ আসনের সাবেক সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন বলেন,বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে।ভোটের মাধ্যমে সাধারণ মানুষ তাদের পছন্দের জনপ্রতিনিধি নির্বাচিত করবে এই আদর্শেই বিএনপি বিশ্বাসী।বিগত ১৫ বছর মানুষ তাদের এই অধিকার থেকে বঞ্চিত ছিল।স্বৈরাচার সরকারের আমলে মানুষের বাক স্বাধীনতা ছিল না।তারা মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল।সাধারণ মানুষ ছিল নির্যাতিত,নিপীড়িত।জোর, জুলুম ছিলো মানুষের নিত্যদিনের সঙ্গির মতো।বিএনপি এই দীর্ঘ সময়ে মানুষের পক্ষে, মানুষের অধিকার নিয়ে কথা বলেছে, যুদ্ধ করেছে।
জাকারিয়া তাহের সুমন বলেন,আওয়ামী লীগ সরকারের বিভিন্ন আমলে এই বরুড়ার মানুষ দিশেহারা ছিল।বরুড়ার মানুষের প্রতি আমি কৃতজ্ঞ।তাদের ভালোবাসা দেখে আমি মুগ্ধ।বরুড়ার মানুষ এখনো আমার সাথে আছেন। আমি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলছি আমি আমার বরুড়ার মানুষের উন্নয়নে এবং কল্যাণে আমরণ কাজ করে যাব ইনশাল্লাহ।
তিনি অন্তবর্তীকালীন সরকারের কাছে খুব দ্রুত একটি সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের প্রত্যাশা করেন।এবং তিনি মনে প্রাণে বিশ্বাস করে বলেন, সেই নির্বাচনে
সাধারণ মানুষ বিএনপিকেই বেছে নেবে।
জাকারিয়া তাহের বলেন, আমি আগামী নির্বাচনে দল থেকে মনোনয়ন নিয়ে নির্বাচন করতে চাই। দল যদি আমাকে যোগ্য প্রার্থী মনে করে মনোনয়ন দেন তাহলে দল এবং বরুড়ার জনগণকে ভালো কিছু উপহার দিতে পারব।
গতকাল সাংবাদিক ফজলুল হক জয়ের উপস্থাপনায় এক সাক্ষাৎকারে কুমিল্লা-৮ (বরুড়া) আসনের বিএনপির থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন উপরোক্ত কথাগুলো বলেন।