ফেনীতে তারেক রহমানের পক্ষ থেকে দুস্থদের জন্য গরু কোরবানি করলেন কারা নির্যাতিত সাবেক ছাত্রনেতা আবুল কালাম আজাদ
ফজলুল হক জয় ||
ফেনীতে তারেক রহমানের পক্ষ থেকে দুস্থ ও অসহায় পরিবারের জন্য গরু কোরবানি করা হয়েছে।
রবিবার (৮ জুন) জেলার সদর থানাধীন ১১ নং মোটবী ইউনিয়নে কারা নির্যাতিত সাবেক ছাত্রনেতা আবুল কালাম আজাদ মজুমদারের উদ্যোগে এ কোরবানি করা হয়।এতে মোটবী ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের কয়েক শতাধিক বিএনপির অসচ্ছল নেতাকর্মী এবং গরিব ও দুস্থদের মাঝে কোরবানির গোশত এবং নগদ অর্থ বিতরণ করা হয়।এ সময় মোটবী ইউনিয়ন বিএনপির সভাপতি ইসমাইল হোসেন সহ ইউনিয়ন ও ওয়ার্ডের বিভিন্ন স্তরের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আবুল কালাম আজাদ জানান,বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থ্য জীবন-যাপন ও কল্যাণ কামনায় এ কোরবানির ব্যবস্থা করা হয়েছে। এসময় উপস্থিত সকলের মাঝে তিনি কোরবানিকৃত গরুর মাংস এবং নগদ অর্থ বিতরণ করেন।এ কার্যক্রম অব্যাহত রাখতে তিনি সকলের প্রতি তার জন্য দোয়া কামনা করেছেন।