“ফটিকছড়িতে হরতাল বিরোধী বিক্ষোভ মিছিল”
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি: আওয়ামী লীগের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে ফটিকছড়িতে।
২০ জুলাই (শনিবার) বিকালে ফটিকছড়ি কৃষকদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দলের যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিলটি হাছান টাওয়ারস্থ উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে বিবিরহাট পৌর সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে উপজেলা বিএনপি সদস্য নুরুল ইসলাম মেম্বারের সভাপতিত্বে যুবদল নেতা মোজাহারুল ইকবাল লাভলুর সঞ্চালনায় বক্তব্য দেন, নাজিম উদ্দিন বাচ্চু, আহমদ ছাফা মেম্বার, সফিউল আলম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস এম আবুল মনছুর, নুরুল হুদা, জসিম উদ্দিন নান্নু, বেলাল উদ্দিন কাউন্সিলর, থানা কৃষক দলের সদস্য সচিব বেলাল উদ্দিন সওদাগর, রশিদ চৌধুরী, দৌলত মিঞা, নজরুল ইসলাম, মাহবুবুল আলম, নাজিমুল হক লিটন, মোঃ একরাম, মোঃ এমদাদ, হেলাল উদ্দিন, কামরুল অপু, তারিকুল ইসলাম, রকিব উদ্দীন বেলাল, এনাম সওদাগর, মোঃ কুদ্দুস, সিদ্দিক আহম্মদ কালা, দেলোয়ার হোসেন, মোঃ এরশাদ, মোঃ একরাম, উপজেলা ছাত্রদল আহবায়ক মহিন উদ্দিন, মোঃ সোলেমান, নজিবুল করিম, জাহেদ ও সুজন প্রমুখ।
ক্যাপশন: আওয়ামী লীগের ডাকা হরতালে নৈরাজ্যের প্রতিবাদে ফটিকছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল।