নিহারেন্দু চক্রবর্তী,নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়া।
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ডাবল ফ্রিজ কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল মঙ্গলবার (৩১ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সদরের বন্ধু মহল এর আয়োজনে নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় নুরপুর লাহাজুরা একাদশ কে পরাজিত করে নাসিরনগর সদর একাদশ চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা নাছরিন।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার( ভূমি) কাজি রবিউস সারোয়ার, সৈয়দ মোর্শেদ কামাল স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা সৈয়দ সাজ্জাদ মোর্শেদ সোহান, উপজেলা ছাত্রদল নেতা কে এম মারজান তুষার প্রমুখ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ ও ক্রিকেটপ্রেমি বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।
মাস ব্যাপী আয়োজিত ডাবল ফ্রিজ কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪ এর চ্যাম্পিয়ন দল নাসিরনগর সদর একাদশ উচ্ছসিত হয়ে বিজয় উল্লাস করে।