নরসিংদী-২ এ বিএনপি’র দুই প্রার্থী মাঠে; ক্লিন ইমেজের প্রার্থী হিসেবে এগিয়ে এড. বাসেদ
ফজলুল হক জয় ||
নরসিংদী-২ আসনে ক্লিন ইমেজের প্রার্থী হিসেবে জনমত জরিপে সবচেয়ে এগিয়ে রয়েছেন অ্যাড. আব্দুল বাসেত ভূঁইয়া।আসনটিতে জনমত যাচাইয়ের ক্ষেত্রে উঠে আসে এমন তথ্য।
সম্প্রতি লন্ডনে ডঃ ইউনুস এবং তারেক রহমানের বৈঠকের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ প্রকাশ্যে এলে নির্বাচনী মাঠে এ নিয়ে চলছে সরগল।কে পাচ্ছেন নরসিংদী-২ আসন থেকে বিএনপির মনোনয়ন এই আলোচনাই এখন পুরো জেলা জুড়ে।
এই আসনটিতে ড. মঈন খান কেন্দ্রীয় একজন নেতা হিসেবে হেভিওয়েট প্রার্থী হিসেবে আলোচনায় থাকলেও সরেজমিনে অনুসন্ধানে উঠে আসে ভিন্ন চিত্র।জানা যায়, ডঃ মঈন খান বয়স জনিত বিভিন্ন সমস্যার কারণে দলকে সুসংগঠিত করার জন্য তেমন কাজ করছেন না।অনিহা এবং অনাদরে অনেক নেতা কর্মী তার প্রতি বিমুখ হয়ে গিয়েছেন।এ এলাকার জনগণের সাথে সম্পৃক্ততা কমে যাওয়ার কারণে ভোটর বিমুখ হয়ে পড়েছেন ড. মইন।নাম প্রকাশ না করার শর্তে এলাকার অনেক সাধারণ ভোটারগণ বলছেন,ডঃ মঈনকে এ আসনে নমিনেশন দেওয়া হলে বিএনপি এ আসন টি হারাবার সম্ভাবনাই অনেক বেশি।
পক্ষান্তরে, মাঠ জরিপে উঠে আসে নতুন তথ্য।জনগণ এবং নেতাকর্মীদের সাথে সম্পৃক্ততা,৩১ দফা বাস্তবায়নে কাজ করা,দলের দুঃসময়ে অনেকটা নির্যাতিত ইত্যাদি বেশ কিছু বৈশিষ্ট্য নিয়ে এ আসনে ক্লিন ইমেজের প্রার্থী হিসেবে ইতিমধ্যেই ব্যাপকভাবে স্বীকৃতি লাভ করেছেন অ্যাডভোকেট বাসেত ভূঁইয়া।
জানতে চাইলে এক প্রতিক্রিয়ায় অ্যাডভোকেট বাসেত ভূঁইয়া বলেন,আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় নিজের সর্বোচ্চটা দিয়ে কাজ করে যাচ্ছি,দল এবং এলাকার জনগণ যদি আমাকে চায় আমি প্রস্তুত রয়েছি।
অন্যদিকে ডঃ মঈন খানের ব্যক্তিগত মোবাইল ফোনে একাধিক বার কল করলেও তার নাম্বারটি বন্ধ থাকায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।