ফজলুল হক জয়||
কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র সদস্য সচিব ও দেবিদ্বার উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এ.এফ.এম তারেক মুন্সী বলেন,ফ্যাসিবাদ সরকারের প্রতিনিধি ভোট বিহীন এমপি আজাদের সন্ত্রাসী হামলায় হত্যাকাণ্ডের শিকার হয়েছিল আমাদের রুবেল,রাসেল, সাগর।স্বৈরাচার সরকারের প্রেতাত্মাদের হামলায় সারাদেশের অসংখ্য নিরপরাধ মানুষ নিহত হয়েছে।এই দেবিদ্বারের মানুষ অনেক জোর-জুলুমের শিকার হয়েছিল।এমপি আজাদ এই এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল।ছাত্র জনতার বিপ্লবের মুখে তারা এখন দেশ ছেড়ে পালিয়েছে।আমরা শান্তি চাই,আসুন সবাই মিলে বিএনপিকে সুন্দরভাবে গঠন করি।দেশবাসীকে একটি সুন্দর বিএনপি উপহার দিই।২০২৪ সালের যে স্বাধীনতা সেটি হচ্ছে অর্ধেক বিজয়,আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করতে পারলে সেটা হবে চূড়ান্ত বিজয়।দেশবাসীকে সজাগ থাকতে হবে, কোন ষড়যন্ত্র যাতে কাজে না আসে।দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা আগামীতে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করব।
৯ নভেম্বর (শনিবার)দেবিদ্বার উপজেলার সুলতানপুর ইউনিয়নের বক্রীকান্দি প্রাইমারি স্কুল মাঠে বিএনপি’র কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এ. এফ.এম তারেক মুন্সী।
দেবিদ্বার উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক কাউসার ভুঁইয়ার সভাপতিত্বে এবং ১৪ নং সুলতানপুর ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলামের সঞ্চালনায় কর্মী সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা বিএনপির আহবায়ক মো: গিয়াস উদ্দিন,সদস্য সচিব কাজী মাসুদ হাসান,সিনিয়র যুগ্ন আহবায়ক মো. মঞ্জুরুল হক সরকার, কুমিল্লা উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম, দেবিদ্বার পৌর বিএনপির আহবায়ক ভিপি মাহফুজুর রহমান, সদস্য সচিব মো. আলিম পাঠান,দেবিদ্বার উপজেলা যুবদলের সভাপতি মোঃ নুরুজ্জামান,দেবিদ্বার উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. রকিবুল হাসান রাকিব প্রমুখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর যুবদলের সভাপতি শাহ জামান, সাধারন সম্পাদক মফিজুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলা যুবদলের সাবেক প্রচার সম্পাদক শাজাহান মুন্সি, দেবিদ্বার উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনির নিজামী, সদস্য সচিব দেলোয়ার হোসেন,জেলা সেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সদস্য সচিব মাহমুদুল হাসান তামিম,যুগ্ম আহ্বায়ক আকিবুল আলীম শরিফ উদ্দিন সোহেল, ইন্জি.শরিফুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ সভাপতি এস এম ইমরান দেবিদ্বার উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শুভ হাজারী,সদস্য সচিব নাজমুল হাসান,সুলতানপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আযাদ চৌধুরী,বিএনপি নেতা মামুনুর রশীদ খোকন, আবদুর রহিম,সফিকুল ইসলাম,যুবদল নেতা শেখ ফরিদ,এ কে এম সফিকুল ইসলাম, ছাত্রদল নেতা মাসুম,আবদুর রহিম,মোস্তাকিম সহ আরো অনেকে।