ফজলুল হক জয়||
বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া বলেন, ছাত্রজনতার ম্যান্ডেট নিয়ে বর্তমান অন্তবর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হলেও দীর্ঘমেয়াদি অনির্বাচিত সরকার দেশের মঙ্গল বয়ে আনে না। দেশের বর্তমান অর্থনৈতিক দূরাবস্থার জন্য দীর্ঘদিন অনির্বাচিত সরকারই দায়ী ছিলো। পতিত আওয়ামী স্বৈরশাসক ভোটের নামে তামাশা করে জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত রেখেছিলো। যার ফলে রাষ্ট্রের প্রতিটি স্তম্ভে একনায়কতন্ত্রের প্রভাব পড়েছিলো। দেশ রাজনৈতিক শূণ্য হয়ে পড়েছিলো।
তিনি বলেন, জনগণ এখনও ড. ইউনুসের নেতৃত্বাধীন সরকারের প্রতি অগাধ আস্থা রয়েছে। দেশবাসী প্রত্যাশা করে অতিদ্রুত একটি সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের মাধ্যমে তারা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবে। দ্রুত নির্বাচন দিয়ে জনগণের প্রত্যাশা পূরণ করুন।
শুক্রবার বিকালে মেঘনার চালিভাংগা ইউনিয়নে এক কর্মী সমাবেশে তিনি এসব কথা বলেন।
সেলিম ভূইয়া বলেন, বিএনপি দীর্ঘ ১৭ বছর গণতন্ত্রের জন্য বাকস্বাধীনতার জন্য রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছে। এরজন্য হাজারও নেতাকর্মীকে জীবন দিতে হয়েছে। এবার জুলাই বিপ্লবেও বিএনপির পাঁচ শতাধিক নেতাকর্মী শহীদ হয়েছে। আর যারা এখনও বিএনপিকে ষড়যন্ত্র করছে তারা বোকার স্বর্গে বাস করছে। বিএনপি কোনো আন্ডারগ্রাউন্ড দল নয়। দেশের সবচেয়ে বৃহৎ ও জনপ্রিয় দল।
তিনি বলেন, শেখ হাসিনাকেও বিএনপিকে ধ্বংস করার চেষ্টা করতে গিয়ে দেশ ছেড়ে পালাতে হয়েছে। এখনও যারা বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র করছেন, সাবধান হয়ে যান। তা না হলে আপনাদের ভবিষ্যৎ পরিনতি জনগণই নির্ধারণ করে দিবে।
এ সময় কর্মী সভায়,জেলা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।