ফজলুল হক জয়।।
দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন পেতে কুমিল্লা থেকে আগ্রহ প্রকাশ করেছেন আওয়ামী লীগের অন্তত ১৬ জন নারী নেত্রী। আওয়ামী লীগ নারী আসনে দলীয় মনোনয়ন বিক্রিতে তিন দিনে এই ১৬ জন মনোনয়ন ফরম সংগ্রহ করে তা জমা দিয়েছেন। আওয়ামী লীগ তাদের দলের এবং স্বতন্ত্রদের মিলে ৪৮ জন সংরক্ষিত নারী সংসদ সদস্য নিতে পারবে। এর মধ্যে কুমিল্লা জেলায় অন্তত ২ জন নারী সংরক্ষিত সংসদ সদস্য হতে পারেন।
নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছেন সাবেক সংরক্ষিত সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমা,কুমিল্লা জেলা পরিষদের সদস্য ফাহমিদা জেবিন,সাবেক সংরক্ষিত সংসদ সদস্য ও জোবেদা খাতুন পারুল,চিত্র নায়িকা ও চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নিপুন আক্তার, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, সাবেক সংরক্ষিত সংসদ সদস্য এ্যারোমা দত্ত, কেন্দ্রিয় মহিলা শ্রমিক লীগের সভাপতি সুরাইয়া আক্তার, নাঙ্গলকোট জেলা পরিষদ সদস্য নাসরিন আক্তার মুন্নি,কুমিল্লা উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শিরিন সুলতানা, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের ত্রান ও সমাজকল্যান বিষয়ক সম্পাদক সাজেদা মায়া,কুমিল্লা-৫ আসনের প্রয়াত সংসদ সদস্য আবুল হাসেম খানের মেয়ে ব্যারিষ্টার নাজিয়া হাসেম তানজি,মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসমা রতœা, সাবেক সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরি,কুমিল্লা জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কোহিনূর বেগম, চৌদ্দগ্রামের বাসিন্দা আয়শা জামান শিমু।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী সংরক্ষিত নারী আসনের নির্বাচনে ১৮ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত মনোনয়ন পত্র জমা দেওয়া যাবে। মনোনয়নপত্র বাছাই হবে ১৯ ও ২০ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত। আর ভোট হবে ১৪ মার্চ।