আব্দুল্লাহ আল মানছুর|
শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা চৌদ্দগ্রামের কাশিনগর ইউনিয়ন আয়োজিত সিরাতুন্নবী(সা.) মাহফিল অনুষ্ঠিত হয়। এবাদ উল্লাহ মাস্টারের সভাপতিত্বে উক্ত সিরাতুন্নবী(সা.) মাহফিলে প্রধান মোফাসির হিসেবে তাফসির আনেন কুমিল্লা দারুল হুদা জামেয়া কমপ্লেক্সের পরিচালক মোল্লা নাজিম উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – বাংলাদেশ জামায়াতে ইসলামী’র কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য,কুমিল্লা দক্ষিণ জেলা আমীর এডভোকেট মোহাম্মদ শাহজাহান, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চৌদ্দগ্রাম উপজেলা আমীর,বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিনিয়র সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান চৌদ্দগ্রাম উপজেলা আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান, সেক্রেটারী বেলাল হোসাইন, কাশিনগর ইউনিয়ন আমীর মহসিন কবির। বিশেষ বক্তা বীরমুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান তাহার বক্তব্যে বলেন- দেশের সাধারণ জনগণের কল্যাণ বয়ে আনতে, দেশ ও জাতির মুক্তির জন্য ইসলামী আন্দোলনের বিকল্প কিছু নেই। বাংলাদেশ জামায়াতে ইসলামী ও তাহার অঙ্গসংগঠন দেশে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে দিন রাত সংগ্রাম করে আসছে। সাধারণ মানুষকে উদ্দেশ্য করে বলেন-ইসলামী আন্দোলন প্রতিষ্ঠিত করতে সমাজের সকলকে ঐক্যবদ্ধ ভাবে জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য হিসেবে কাজ করতে হবে।