’ফজলুল হক জয়||
কুমিল্লা-৯ আসন থেকে আসন্ন সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় বিএনপি’র শিল্প বিষয়ক সম্পাদক, চৈতি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো: আবুল কালাম জানান,বিএনপি থেকে মনোনয়ন পেলে তার বিজয় সুনিশ্চিত।
দলের দুঃসময়ের কান্ডারী হিসেবে পরিচিত কুমিল্লা-৯ তথা লাকসাম-মনোহরগঞ্জের প্রেক্ষাপটে ব্যাপক আলোড়ন সৃষ্টিকারী তৃণমূল বিএনপি ও সাধারণ মানুষের কাছে তুমুল জনপ্রিয়তায় থাকা এই নেতা বলেন,”আমরা দীর্ঘ সংগ্রামের পর স্বৈরাচার থেকে মুক্তি পেয়েছি। লাকসাম-মনোহরগঞ্জের মানুষ গত ১৫ বছর খুব কষ্টে দিনাতিপাত করেছে,সাধারণ মানুষের বাক স্বাধীনতা ছিল না,ছিলনা স্বাধীনভাবে চলার অধিকার।দেশ নায়ক তারেক রহমানের মহা পরিকল্পনায় এবং ছাত্র জনতার তীব্র বিপ্লবের মুখে স্বৈরাচারী সরকারের পতন হয়েছে।মানুষ এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে একটি জাতীয় নির্বাচনের জন্য।আমি বিশ্বাস করি আগামীতে সুষ্ঠু, সুন্দর এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি নির্বাচনের মধ্য দিয়ে এদেশের জনগণ বিএনপিকেই বেছে নেবে ইনশাআল্লাহ।
আবুল কালাম বলেন,দলের দুঃসময়ে গত কয়েকটি বছর আমি লাকসাম – মনোহরগঞ্জের জনগণের সঙ্গেই ছিলাম, তাদের সুখ দুঃখের সঙ্গী হওয়ার চেষ্টা করেছি,দলীয় নেতাকর্মীদের যেকোনো দুঃসময়ে তাদের সঙ্গেই ছিলাম।আমার ধ্যান, জ্ঞান,চিন্তা,ভাবনা আমার এলাকার মানুষকে নিয়ে, আমি অনেক বেশি ভালোবাসি আমার লাকসাম-মনোহরগঞ্জের মানুষকে।জনগণ তাকেই বেছে নেবে,যাকে তারা সুখে-দুঃখে ও দুঃসময়ে পাশে পেয়েছিল,এখনো পাচ্ছে এবং ভবিষ্যতেও পাবে।”
এক প্রশ্নের জবাবে কেন্দ্রীয় বিএনপি’র এই নেতা বলেন,তার নেতৃত্বে দুই উপজেলার প্রত্যেকটি ইউনিয়ন থেকে শুরু করে পৌরসভা পর্যন্ত বিএনপি এখন খুবই সুসংগঠিত।তার নেতৃত্বে বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা একাট্টা হয়ে দলের জন্য কাজ করছেন।আবুল কালাম দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন,এই আসনটি ধরে রাখতে হলে বিএনপি এবং অঙ্গ- সংগঠনের নেতাকর্মীরা তার বিকল্প অন্য কাউকে ভাবছেন না।তিনি বলেন,দলীয় নেতাকর্মীরা এবং আমার জনগণ আমার সঙ্গে আছেন,ইনশাআল্লাহ আমি মনোনয়ন পেলে দলকে সর্বোচ্চটা উপহার দিতে পারবো।
অন্তবর্তী কালীন সরকার প্রসঙ্গে আবুল কালাম বলেন,শান্তিতে নোবেল জয়ী অধ্যাপক ড. ইউনুস একজন বিচক্ষণ মানুষ,তিনি মানুষের পালস বোঝেন।জনগণের চাওয়া অনুযায়ী তিনি খুব শীঘ্রই একটি জাতীয় নির্বাচনের ব্যবস্থা করবেন।
লাকসাম-মনোহরগঞ্জের গণমানুষের প্রতি তার বার্তা হল,যাকে তারা যোগ্য এবং উপযুক্ত মনে করেন,আগামী সংসদ নির্বাচনে তাকেই তারা বেছে নেবেন।
২৮ অক্টোবর (সোমবার) দুপুরে সাংবাদিক ফজলুল হক জয়ের এক সাক্ষাৎকারে বিভিন্ন প্রশ্নের জবাবে উপরোক্ত কথাগুলো বলেন বিএনপির কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক,কুমিল্লা ৯ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মো: আবুল কালাম।