তিতাসে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে গণসংযোগ করলেন আক্তারুজ্জামান সরকার
ফজলুল হক জয়|
কুমিল্লার তিতাস উপজেলায় ধানের শীষের পক্ষে ভোট চেয়ে গণসংযোগ করেন কুমিল্লা -২ ( হোমনা – তিতাস) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহবায়ক মোঃ আক্তারুজ্জামান সরকার।
সোমবার ( ৩ নভেম্বর) উপজেলার আসমানিয়া বাজারে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণের সময় এ গণসংযোগ কর্মসূচি পরিচালনা করেন।
গণসংযোগ কালে মোঃ আক্তারুজ্জামান সরকার জানান
দল থেকে আমাকে বা যাকে মনোনয়ন দেয়া হোক ধানের শীষের বিজয়ের পক্ষে কাজ করে যাব। তবে মনোনয়নের জন্য বিবেচনায় দল থেকে যে শর্ত দেয়া হয়েছে, যারা দীর্ঘদিন রাজপথে আন্দোলন সংগ্রামে মাঠে ছিল সেই বিবেচনায় আমার নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মনোনয়ন বোর্ড বিবেচনা করে আমাকে কুমিল্লা -২ ( হোমনা – তিতাস) আসনে মনোনয়ন দিবেন ইনশাআল্লাহ। দল থেকে যদি মনোনয়ন পাই আগামী নির্বাচনে যদি ধানের শীষের বিজয় আনতে পারি হোমনা ও তিতাস উপজেলাকে মডেল উপজেলায় রূপান্তরিত করব।এসময় তিনি বিএনপির সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।