ফজলুল হক জয়।।
বুধবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় কুমিল্লা নগরীর উত্তর চর্থাস্থ নিজ বাসভবনে কুমিল্লা জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এড. মফিজুর রহমান বাবলু’র পক্ষে কেক কেটে জাঁকজমকপূর্ণভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন উদযাপন করেন তার বড় ছেলে হাসান আসিফ রহমান জয় সহ অন্যান্য নেতাকর্মীরা।
এড. মোশারফ হোসেন টিটুর সভাপতিত্বে এবং সাংবাদিক ফজলুল হক জয়ের সঞ্চালনায় উক্ত উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসান আসিফ রহমান জয়।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আজিমুল আলম আজম,ইঞ্জিনিয়ার কাজী ফেরদৌস হক, বিশিষ্ট ব্যবসায়ী কামাল হোসেন, আনোয়ার হোসেন, ইমতিয়াজ আহমেদ প্রমুখ।
নিজ বাসভবনে কেক কাটার পর এক আলোচনা সভার মধ্য দিয়ে উদযাপন অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।